ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আমরা একা নই। জাতীয় ও আন্তর্জাতিক শক্তি যারা গণতন্ত্রের প্রতি অঙ্গীকারাবদ্ধ তারা সবাই একই কথা বলছে। সেই অঙ্গীকার আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে, সাহস জোগাচ্ছে। এটা অস্বীকার করার উপায় নেই। একই সঙ্গে এটাও মনে রাখতে হবে- এখানে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে সামনে তাদের আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে।
রোববার (১৫ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশিয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও এই মুহূর্তে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার ও ‘নো কমেন্টস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী চাইলেও এবার ভোটারবিহীন নির্বাচন করতে পারবেন না বলে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিনা ভোটারের মাধ্যমেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন সেটা এবার হবে না। ২০১৪ সাল, ২০১৮ সালে যেটা করেছেন সেটা ২০২৪ সালে করতে পারবেন না। কারণ এবার মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে সেটা সম্ভব হবে না।
যেভাবেই হোক এ দেশে নির্বাচন হবেই গত শনিবার ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার এক সেমিনারে মির্জা ফখরুল ইসলাম বলেন, যারা এভাবে কথা বলে তারা জনগণকে তোয়াক্কা করেন না। নির্বাচন হতে হবে জনগণের জন্য। সেখানে জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, আসল কথা হচ্ছে, শেখ হাসিনা বলে দিয়েছেন- ‘তোমরা যে যা বলো ভাই আমার সোনার হরিণ চাই।’ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এ দেশের রাজনৈতিক দলগুলো যাই বলুক, তার সোনার হরিণ চাই। ক্ষমতায় কাউকে যেতে দেবেন না। পুরো সংকটটা ওই জায়গায়।
মির্জা ফখরুল বলেন, কিছু কিছু লোক আছেন যারা সবসময় হতাশায় ভোগেন। মাঠে থাকলে এই হতাশা আসে না। তবে বিএনপির কোনো মানুষের মধ্যে, কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে কোনো হতাশা দেখেন না। আন্দোলন যারা করছেন তাদের মধ্যে কোনো হতাশা দেখেন না।
প্রধানমন্ত্রী সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতা জবরদখল করে রেখেছেন দাবি করে বিএনপি মহাসচিব আরও বলেন, জোর করে ক্ষমতায় বসে আছেন। এবারও তিনি একই কায়দায় তপসিল পর্যন্ত নিয়ে যাচ্ছেন। এখন সিদ্ধান্ত এদেশের জনগণের। বিজয় তাদের সুনিশ্চিত।
আরো পড়ুন: শর্তযুক্ত কোনো সংলাপে বিএনপির সঙ্গে বসবে না আ.লীগ: ওবায়দুল কাদের
সেমিনারের শুরুতে একটি তথ্যচিত্রের মাধ্যমে দলীয় সরকারের অধীনে ২০১৮ সালের নির্বাচন কেমন ছিল তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ‘নো কমেন্ট’ সম্পাদিত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিএনপি মহাসচিব। গ্রন্থটি সম্পাদনা করেন আলোকচিত্রী সাংবাদিক বাবুল তালুকদার। ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন লেখকের লেখা নিয়ে এ গ্রন্থটি প্রকাশ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দেন।
বিএনপির মনিরুল হক চৌধুরী, মিজানুর রহমান মিনু, ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, ইসমাইল জবিউল্লাহ, নাসের রহমান, হারুনুর রশীদ, শামা ওবায়েদ, এবিএম আশরাফ উদ্দিন নিজান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুতফুর রহমান প্রমুখ নেতারা ছিলেন।
এসকে/
নির্বাচন শেখ হাসিনা বিএনপি আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খবরটি শেয়ার করুন