শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ আর আফগানিস্তান। রোমাঞ্চকর প্রথম ম্যাচে জয়ের পর সিরিজে এগিয়ে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সিরিজ জয়ের সামনে বাংলাদেশ। টানা চতুর্থ দ্বিপাক্ষিক সিরিজ জিততে পারবে বাংলাদেশ? নাকি ঘুরে দাঁড়াবে আফগানিস্তান? টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আবারও আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।

দুটি পরিবর্তন আছে বাংলাদেশ দলে। সাকিব জানিয়েছেন, কাঁধের চোটের কারণে খেলতে পারছেন না রনি তালুকদার। তাঁর জায়গায় আনা হয়েছে আফিফ হোসেনকে। সেক্ষেত্রে কে ইনিংস ওপেন করবেন, তা জানাননি। নাজমুল হোসেনেরই আসার কথা লিটন দাসের সঙ্গে। 

বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরীফুল ইসলামকে, আগের ম্যাচে উইনিং শটটি যিনি খেলেছিলেন। দলে ফিরেছেন হাসান মাহমুদ। 

ফরিদ মালিক জায়গা করে দিয়েছেন ওয়াফাদার মোমান্দকে। ২৩ বছর বয়সী ডানহাতি এ পেসারের অভিষেক হচ্ছে। আফগানিস্তান দলে একটিই পরিবর্তন। 

আফগানিস্তান একাদশ

রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ওয়াফাদার।

আরো পড়ুন: মাইলফলকের অপেক্ষা ফুরাল শাহিন আফ্রিদির

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

এম/


টস ফিল্ডিং বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন