সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

টাইম আউটের শঙ্কায় প্যাড ছাড়াই ব্যাটিংয়ে ব্যাটার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের ১৪৬ বছরের ইতিহাসে অ্যাঞ্জলো ম্যাথুসকে টাইম আউট করে সবার মনে ভীতি ছড়িয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। অনেকে এটিকে নেতিবাচক হিসেবে দেখেছেন। তবে ওই আউট ভবিষ্যতে এ ধরনের আরো অনেক আউটের সুযোগ করে দিতে পারে বলেছেন বিশেষজ্ঞরা।

এবার টাইম আউট নিয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগে ঘটেছে এক মজার ঘটনা। আর এমন অবস্থায় পড়তে বসেছিলেন পাকিস্তানি ফাস্ট বোলার হারিফ রউফ। তার দল মেলবোর্ন স্টার্সের সতীর্থরা ইনিংসের শেষ দিকে এসে এত দ্রুত আউট হয়েছেন যে, পরবর্তী ব্যাটসম্যান হিসেবে নামার জন্য ন্যূনতম প্রস্তুত হওয়ার সময়টুকুও পাননি। টাইম আউটের শঙ্কায় বাধ্য হয়ে প্যাড ছাড়াই নেমে পড়তে বাধ্য হন রউফ।

শনিবার (২৩শে ডিসেম্বর) আলবুরির লাভিংটন স্পোর্টস গ্রাউন্ডে সিডনি থান্ডারের কাছে ৫ উইকেটে হেরেছে মেলবোর্ন স্টার্স। তবে ফল ছাপিয়ে আলোচনায় এসেছে রউফের তাড়াহুড়ো করে ব্যাটিংয়ে নেমে পড়ার ঘটনা।

টসে জিতে ১৮ ওভারে ৫ উইকেটে হারিয়ে ১৬৮ রান তুলে ফেলেছিল স্টার্স কিন্তু পরবর্তীতে ঘটে আসা যাওয়ার মিছিল। এরপর ড্যানিয়েল স্যামসের করা শেষ ওভারে টানা ৪ বলে ৪ উইকেট পড়ে স্টার্সের। আর ৪ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারায় এরপর রউফ প্যাড ছাড়াই মাঠে নেমে পড়েন। শেষ ওভারের শেষ বলে লিয়াম ডসনও আউট হন। তাতে রউফকে আর অন্য প্রান্তে যেতে হয়নি। শেষ বলটি নো হলে এবং তাতে ১ রান হলে পাকিস্তানি পেসার নিশ্চয়ই বিপদে পড়তেন!

ফক্স ক্রিকেট তাদের প্রতিবেদনে লিখেছে, পেশাদার ক্রিকেটে এর আগে কখনো এমন কিছু দেখে ধারাভাষ্যকার ব্রেট লি, ব্র্যাড হ্যাডিন এবং মেল জোনস চমকে গেছেন।

আরো পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের ঐতিহাসিক জয়

ফক্স ক্রিকেটে হ্যাডিন বলেছেন, দেখুন, সে গ্লাভস, হেলমেট এবং প্যাড পরেনি। জীবনে কখনো এমনকিছু দেখিনি। হারিস রউফ আসলে সময় পায়নি।

অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার লি তখন তার সাবেক জাতীয় দল সতীর্থের কথা শুনে কৌতুক করে বলেন, যদি ওয়াইড হয় এবং ১ রান নেয় তখন? তাকে তো তখন প্যাড ছাড়াই খেলতে হবে, আশা করি সে (অ্যাবডমিনাল গার্ড) বক্সটা পরেছে।

মেল জোনস এরপর বলেছেন, গ্লাভস আছে, হেলমেট আছে, হাতে ব্যাটও আছে। সে সম্ভবত ভেবেছে সবই তো ঠিক আছে! একটি গ্লাভস পরেছে, এটা তো সার্কাস! সে নিশ্চয়ই নো বল চায় না

এসকে/ 

টাইম আউট আন্তর্জাতিক ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন