রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্প মারা গেছেন—এক্সে অনেকেই কেন লিখছেন এই কথা *** ৪ শতাংশ সুদে আরও দুই বছর ঋণ পাবেন ভূমিহীন কৃষকেরা *** ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প *** সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব *** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ

টিভিতে সংবাদ পাঠের সময় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দিন বদলাচ্ছে। বদলাচ্ছে অনেক কিছুই। এক সময় প্রেমের প্রস্তাব দেয়া হতো চিঠির মাধ্যমে। কখনো কখনো রাস্তায় দেয়া হতো। আবার কখনো ফোনে অজানা নাম্বার থেকে কল করে দেয়া হতো। তবে এবারে ঘটলো একেবারে ভিন্ন ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে টিভিতে লাইভ খবর পড়াকালীন এক সংবাদ পাঠিকাকে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে এক যুবক। 

মার্কিন সেই সংবাদ পাঠিকার নাম কর্নেলিয়া নিকোলসন। তাঁর চোখ ছিল টেলিপ্রপ্টারের দিকে। হঠাৎই বুঝতে পারেন স্টুডিওর বাঁ-দিক থেকে কেউ এগিয়ে আসছেন তাঁর দিকে। এরপরই খবর পড়া থামিয়ে দেন এই সংবাদ পাঠিকা এবং দেখতে পান হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে তার বয়ফ্রেন্ড রিলি নাজেল।

কর্নেলিয়া নিকোলসন ও রিলি নাজেল  একই সংবাদমাধ্যমেরই সাংবাদিক। চার বছর আগে তাদের পরস্পরের সাথে পরিচয় হয়েছিল। সংবাদ পাঠিকা প্রেমিকাকে বিয়ের প্রস্তাবের সারপ্রাইজ দিতে লাইভ টিভিকেই বেছে নিয়েছিলেন রিলি নাজেল।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই বিয়ের প্রস্তাবের ভিডিও। 

ভিডিওতে রিলি নাজেল বলছেন, “তোমার স্বভাব ভীষণ ভাল। তুমি এতটাই উজ্জ্বল যে গোটা ঘর আলো করে দাও।” 

এরপরই আংটি হাতে কর্নেলিয়াকে বিয়ের প্রস্তাব দেন রিলি। হাসি মুখে সেই মিষ্টি প্রস্তাবে রাজিও হয়ে যান কর্নেলিয়া। রিলি আংটি পরিয়ে দিতেই একে অপরকে চুমু খান তাঁরা। 

এদিকে সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভিডিওটি অনেকেরই নজর কেড়েছে। কেউ কেউ বলছেন, “এমন মিষ্টি বিয়ের প্রস্তাব পেতে কার না ইচ্ছে করে!” 

আবার অনেকে বলছেন, “জনগণের সামনে নজড় কাড়তেই এসব কাণ্ড!”

এম.এস.এইচ/ 


প্রেম বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন