শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প

ধর্ষণ মামলার আসামী গোলাম কিবরিয়ার জামিন স্থগিতের আদেশ বহাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

ধর্ষণ মামলায় কারাগারে থাকা টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের জামিন স্থগিতের আদেশ বহাল রাখার রায় দিয়েছে সুপ্রিম কোট্রের আপিল বিভাগ। 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ সোমবার (২১ আগস্ট) এ আদেশ দেন।

এদিকে আগামী ৯ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ। এই তারিখের মধ্যে বাদীর (কিশোরী) জন্ম দেওয়া শিশুর ডিএনএ প্রতিবেদন আদালতে জমা দেওয়ার আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

আপিল বিভাগের আদেশসংক্রান্ত এ তথ্য পরে সাংবাদিকদের জানান গোলাম কিবরিয়ার আইনজীবী সাঈদ আহমেদ।

গত ১৩ জুলাই গোলাম কিবরিয়ার জামিন স্থগিতের আদেশ দিয়েছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত। গোলাম কিবরিয়ার জামিন মঞ্জুর করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দিয়েছিলেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আজকের তারিখ (২১ আগস্ট) নির্ধারণ করা হয়।

আজ আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি। গোলাম কিবরিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ।

রাষ্ট্রপক্ষ জানায়, ধর্ষণ মামলায় গত ১৮ এপ্রিল হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন গোলাম কিবরিয়া। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ এপ্রিল চেম্বার আদালত জামিন স্থগিত করেন। গোলাম কিবরিয়াকে টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। গত ১৫ মে গোলাম কিবরিয়া টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুল দিয়ে গোলাম কিবরিয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত।

গত ৫ এপ্রিল গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। গত ২৭ জুন মামলার বাদী হাসপাতালে একটি সন্তান জন্ম দেয়। 

এম.এস.এইচ/


গোলাম কিবরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250