রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ

নতুন আঙ্গিকে শুরু হছে ‘কৌন বনেগা ক্রোড়পতি'

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে, নতুন বোতলে পুরনো মদ। যার আক্ষরিক অর্থ, ভেতরের বস্তুটি একই আছে, শুধু বাহ্যিক সৌন্দর্য বদলে গেছে। এবার সেটাই দেখা যাবে অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ে।

বাইরের চাকচিক্যে আমূল পরিবর্তন ঘটিয়ে আরও একবার দর্শকদের ড্রয়িংরুমে আসতে চলেছে এই জনপ্রিয় কুইজের ১৫তম সিজন। সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, একদম প্রথম সিজন থেকে যে থিম টিউনটি শোনা যায়, এবার তা বদলে ফেলা হচ্ছে। সঙ্গে পরিবর্তন হচ্ছে আরও অনেক কিছুরই।

জানা গেছে, এবার নতুন লাইফলাইন যোগ হচ্ছে প্রতিযোগীদের জন্য। কেবিসির সেই বিখ্যাত থিম টিউন পাল্টে যাচ্ছে। সেখানে এবার শোনা যাবে নতুন টিউন। সেই সুর বাঁশি, সেতারের মতো একাধিক বাদ্যযন্ত্র দিয়ে তৈরি হবে। এ ছাড়াও শোয়ের সেটও পাল্টে যাবে।

নতুন সেটটি অনেকটা ইংরেজি অক্ষর ‘X’-এর আদলে তৈরি হবে। প্রতিবার থাকে একটি টানেল। এবার তা বেড়ে গিয়ে দুটি হতে চলেছে। এমনকি খেলা শেষের আগে প্রতিবার যে টাইমার বাজে, সেটিরও পরিবর্তন হতে চলেছে।

আরো পড়ুন: গান গাইলে বাংলাদেশেই গাইব, ভারতে আর না : কবীর সুমন

সম্প্রতি এক সর্বভারতীয় টিভি চ্যানেলে এই অনুষ্ঠানের ঘোষণা করা হয়েছে। সেখানেই অমিতাভ বচ্চনকে বলতে শোনা গেছে যে, ফাইভ জির দ্রুততার সঙ্গে আপগ্রেড হয়ে একেবারে নতুন বেশে ও নতুন দৌড়ে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করতে চলেছি জ্ঞানদার, ধনদার ও শানদার কৌন বনেগা ক্রোড়পতি। নতুন শুরু। 

শুরু থেকেই এই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন বিগ-বি। কেবলমাত্র তৃতীয় সিজনটি শাহরুখ খান সঞ্চালনা করেছিলেন। আগামী ১৪ আগস্ট ভারতীয় সময় রাত ৯টা থেকে সম্প্রচার শুরু হবে কেবিসির নতুন সিজনের।

এসি/ আইকেজে 



কৌন বনেগা ক্রোড়পতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250