বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

নির্বাচন নিয়ে মানুষ আতঙ্কে: মোকাব্বির খান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩

#

দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান।

সোমবার (২৩ অক্টোবর) জাতীয় সংসদে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল ২০২৩ সালের ওপর জনমত যাচাইয়ের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শুধু বিনিয়োগকারী নয়, নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যেও অস্থিরতা ও আতঙ্ক বিরাজ করছে। আমরা নিজেদের স্বার্থে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি। নির্বাচন নিয়ে মানুষ উদ্বিগ্ন। জনগণ চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

নির্বাচন নিয়ে সরকার ও বিরোধীদলের পরস্পর দোষারোপের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, কথায় আছে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইবো না কেন? সুতারাং অতীতকে দোষারোপ করে কোনো লাভ নেই। আমার করণীয় আমি করার চেষ্টা করি।

মুক্তিযুদ্ধের মতো এখন আবার সবাইকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন মোকাব্বির খান। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হতে পারে। তাতে অর্থনীতির চাকা সচল হবে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আসবে। দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। অর্থনৈতিক অঞ্চলগুলো সচল হবে।

আরো পড়ুন: ১৫ বছরে ৭৬১ কোটি জরিমানা আদায় করেছে মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ

১০০ টি অর্থনৈতিক অঞ্চলের বিষয়ে মোকাব্বির খান বলেন, বলা হয়েছিল আগামী ২০৩০ সালের মধ্যে কাজ সম্পন্ন করে ১ কোটি লোকের কর্মসংস্থান হবে। ৪০ মিলিয়ন ডলারের পণ্য পরিসেবা রপ্তানি করা যাবে। কিন্তু সেটি আজ প্রশ্নবিদ্ধ। বর্তমানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছে।

সম্প্রতি জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) একটি জরিপের কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে জাপানের বৃহৎ বিনিয়োগকারী কোম্পানির মধ্যে ৭১ শতাংশ বিনিয়োগ পরিবেশ নিয়ে সন্তুষ্ট নয়।

এসকে/


নির্বাচন জাতীয় সংসদ বিনিয়োগ সাধারণ মানুষ আতঙ্ক মোকাব্বির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250