মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

নিষিদ্ধ ফুটবলারদের বাদ দিয়েই বিশ্বকাপ বাছাইয়ের দল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

বাফুফের নির্বাহী কমিটির সভার পরই সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছিলেন বসুন্ধরা কিংস যে পাঁচ ফুটবলারকে নিষিদ্ধ করেছে তাদের কারোরই জাতীয় দলে ঢোকার সম্ভাবনা নেই। শৃঙ্খলা ভঙ্গ করা ফুটবলারদের কোচ ক্যাবেরার জাতীয় দলে অন্তর্ভূক্ত করবেন না। 

বুধবার (৪ অক্টোবর) স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা রাতে নিষিদ্ধ কাউকে না রেখে আরো ১২ খেলোয়াড়ের নাম ঘোষণা করেন। যারা বৃহস্পতিবার সকালে ক্যাম্পে যোগ দেবেন। 

১৫ ফুটবলার নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্প শুরু হয়েছিল ৩০ সেপ্টেম্বর। মঙ্গলবার সকালে আর্জেন্টিনা থেকে ফিরে ক্যাম্পে যোগ দিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ১৬ জনের সঙ্গে আরো ১২ যোগ হয়ে ২৮ জন নিয়ে বৃহস্পতিবার শুরু হবে পূর্ণাঙ্গ অনুশীলন।

আরো পড়ুন : সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানালো আইসিসি!

দ্বিতীয় পর্যায়ে যে ১২ জনকে ক্যাম্পে ডেকেছেন কোচ তাদের মধ্যে ৭ জন বসুন্ধরা কিংসের। তারা হলেন-ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, সাদ উদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা, সোহেল রানা-২ এবং ফরোয়ার্ড রাকিব হোসেন ও মতিন মিয়া। মুক্তিযোদ্ধার গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, ফর্টিসের মিডফিল্ডার মজিবর রহমান জনি, মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড আমিনুর রহমান সজিব, ফার্টিসের ফরোয়ার্ড রফিকুল ইসলাম ও শেখ রাসেলের ফরোয়ার্ড ইব্রাহিমকে ক্যাম্পে ডেকেছেন ক্যাবরেরা।

বসুন্ধরা কিংস যে ৫ ফুটবলারকে সাময়িক নিষিদ্ধ করেছে তাদের মধ্যে ৩ জন গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার তপু বর্মন ও অ্যাটাকিং মিডফিল্ডার মোরসালিন সর্বশেষ আফগানিস্তান সিরিজে জাতীয় দলে খেলেছেন। জিকো ও তপু বেশ কয়েক বছর ধরে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়।

আগামী ১২ অক্টোবর মালেতে ও ১৭ অক্টোবর ঢাকায় মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে।

এসকে/ 


বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ নিষিদ্ধ বাছাই নিষিদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন