সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নেইমারকে ছাড়াই ব্রাজিলকে এগিয়ে যাওয়া শিখতে বললেন নতুন কোচ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়র। ছবি: সংগৃহীত

সান্তোসে নেইমারের ক্যারিয়ারের শুরুর সময়ের কোচ ছিলেন দরিভাল জুনিয়র। তখন নেইমারের সঙ্গে ঝামেলায় চাকরিও হারিয়েছিলেন তিনি। সেই দরিভাল এবার ব্রাজিলের নতুন কোচ হয়ে এসেছেন।

যদিও দরিভাল জানিয়েছেন, নেইমারের সঙ্গে তার আর কোনো সমস্যা নেই।

একই সঙ্গে নেইমারকে ছাড়াই ব্রাজিলকে এগিয়ে যাওয়া শিখতে বলেছেন এই কোচ। এই মুহূর্তে ইনজুরিতে আছেন নেইমার। কবে ফিরবেন সেটাও নিশ্চিত নয়।

নেইমারের চোটের দিকে ইঙ্গিত করে দরিভাল বলেছেন, নেইমারকে ছাড়া কীভাবে এগোতে হয়, ব্রাজিলকে তা শিখতে হবে।

তিনি বলেন, বুঝতে হবে সে চোটে আছে। বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন সে। সে আমাদের দলে খেলে। তাকে সেরে ওঠার সুযোগ দিতে হবে।

সুস্থ হলে নেইমারকে দলে ডাকার বিষয়টিও নিশ্চিত করেছেন ৬১ বছর বয়েসী দরিভাল, সে যতদিন লক্ষ্যে অটুট থাকবে, সুস্থ থাকবে, তাকে দলে ডাকব।

আরও পড়ুন: ২১ শতকে ম্যাচ খেলার শীর্ষে রোনালদো, চারে মেসি

সর্বশেষ বিশ্বকাপটা ভালো যায়নি ব্রাজিলের। ভরাডুবির পর কোচের পদ থেকে তিতেকে সরিয়ে অন্তবর্তী দায়িত্ব দেওয়া হয় ফার্নান্দো দিনিজকে। তার অধীনেও বিশ্বকাপ বাছাইপর্বে মাথা তুলে দাঁড়াতে পারেনি ব্রাজিল।

এই সময় রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তিকে কোচ করার জোরালো গুঞ্জন শোনা গিয়েছিল।

শেষ পর্যন্ত আনচেলোত্তি রিয়ালদের সঙ্গে থেকে যাওয়ায় দরিভালের হাতে দায়িত্ব তুলে দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

এসকে/ 

নেইমার ব্রাজিল নতুন কোচ দরিভাল জুনিয়র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন