শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি

পুকুর খননে বের হচ্ছে দুই রঙের পানি, জনমনে কৌতূহল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ৩০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩নং হোসেন গাও ইউনিয়নের বাবুনদিঘী গ্রামে একটি নতুন পুকুর খনন করতে গিয়ে দেখা মিলল অদ্ভুত এক দৃশ্যের। পুকুরের একপাশ থেকে স্বাভাবিক পানি বরে হলেও ওপর পাশে দেখা মিলছে প্রায় দুধের মতোই সাদা রঙের পানি।

সোমবার (২৯ মে) রাণীশংকৈল উপজেলার ৩নং হোসেনগাঁও ইউনিয়নের বামনদিঘী গ্রামের আবুল হোসেন তার নিজ জমিতে পুকুর খনন করতে গেলে এমন ঘটনা ঘটে।

স্থানীয় কালাম কবিরাজ বলেন, এলাকাবাসীর গুঞ্জন শুনে দেখতে আসছি নতুন করে পুকুর খনন করা হয়েছে। কিন্তু একপাশে সাদা পানি যা দেখতে প্রায় অনেকটা দুধের মতোই সাদা এবং অপর পাশে দেখা মিলছে স্বাভাবিক পুকুরের পানি।

এ তথ্য ছড়িয়ে পড়লে পুকুরের পানি দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। তেমনি দুধের পুকুর দেখতে এসেছেন মো. আকবর আলী। এ সময় তিনি বলেন, ফেসবুকে পুকুরে দুধের দৃশ্য দেখে অবিশ্বাস্য মনে হয়েছিল। তাই নিজ চোখে দেখতে এসেছি। এখানে এসে নিজ চোখে দেখলাম সত্যিই একপাশে সাদা অংশ যা দেখতে প্রায় দুধের মতোই এবং অপর পাশে স্বাভাবিক পানি।

আরো পড়ুন: দেশে জ্বালানি তেলের দাম কমতে পারে

এ বিষয়ে হোসেনগাও ইউনিয়নের বাবুনদিঘী ১নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আব্দুল্লাহ বলেন, জনমুখে শুনেছি এখনও পর্যন্ত স্পটে যাইনি। লোকজন বলছে- বামন পুকুরের পাশেই দুটি ছোট ছোট পুকুর খনন করেছে। একটিতে দুধের মতো দেখতে সাদা পানি এবং অপরটিতে স্বাভাবিক পুকুরের পানির মতোই। এটা এলাকায় মানুষের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এম এইচ ডি/ আইকেজে 

পুকুর খনন দুই রঙের পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250