রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ *** ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের হুমকির পর ভারতকে পারমাণবিক বোমার ভয় দেখালেন আসিম মুনির

পুরুষদের জন্য জন্মনিরোধক ইনজেকশন তৈরি করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মহিলাদের জন্য গর্ভনিরোধক বড়ি বাজারে পাওয়া গেলেও পুরুষদের জন্য এখনও তেমন কোনো জিনিস পাওয়া যায়নি, যা অবাঞ্ছিত গর্ভধারণ রোধ করতে পারে। এমন প্রেক্ষাপটে পুরুষদের জন্য গর্ভনিরোধক ইনজেকশন তৈরিতে সাফল্য পেয়েছে ভারতের বিজ্ঞানীরা। যা ১৩ বছর পর্যন্ত কার্যকরিতা ধরে রাখবে।

হিন্দুস্তান টাইমস এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ওপেন এক্সেস জার্নাল অ্যান্ড্রোলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) গত ৭ বছর ধরে পুরুষদের গর্ভনিরোধক নিয়ে গবেষণা করে সাফল্য লাভ করেছে। তাদের আবিষ্কৃত ‘রিসাগ’ নামের এই নন-হরমোনাল ইনজেকশনযোগ্য গর্ভনিরোধক গর্ভধারণ প্রতিরোধে সফল হয়েছে।

আরো পড়ুন : জ্বর হলেই ডেঙ্গু নয়, ডেঙ্গু হলেই হাসপাতালে নয়

বিজ্ঞানীরা জানিয়েছেন, ইনজেকশনটি ১৩ বছর পর্যন্ত কার্যকর থাকবে। এর অর্থ হল একবার ইনজেকশন দেওয়া হলে এটি ১৩ বছর কাজ করতে থাকবে। পুরুষের শুক্রাণু নালীতে ইনজেকশন দেওয়া হবে এবং এটি প্রয়োগ করার আগে, গ্রহণকারীকে লোকাল অ্যানাসথেসিয়া দেওয়া হবে। এই জন্মনিরোধকের উচ্চ চার্জযুক্ত পলিমার শুক্রাণু নালীর ভিতরের প্রাচীরের সঙ্গে লেগে থাকে, শুক্রাণুগুলো পলিমারের সংস্পর্শে আসলে এটি তাদের ধ্বংস করে দেয়।

৩০৩ জন পুরুষ এই গবেষণায় অংশগ্রহণ করেছেন। বলা হচ্ছে পুরুষদের জন্য এটিই প্রথম সফল ইনজেকশনযোগ্য গর্ভনিরোধক, যা দীর্ঘ সময় সঙ্গীর গর্ভধারণকে আটকাতে পারে। ইনজেকশনটি গর্ভাবস্থা প্রতিরোধে ৯৯ শতাংশ কার্যকর। গবেষণায় অংশগ্রহণকারীরা এর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেননি। এমনকি তাদের নারী সঙ্গীদেরও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

এস/ আই.কে.জে/

ভারত পুরুষ জন্মনিরোধক ইনজেকশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250