রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ *** ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের হুমকির পর ভারতকে পারমাণবিক বোমার ভয় দেখালেন আসিম মুনির *** এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে: হাসনাত আবদুল্লাহ *** দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি, অপেক্ষায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স

নেতানিয়াহুকে ফোন করলেন ভেনিজুয়েলার নোবেল বিজয়ী মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে ‘সর্বগ্রাসী শক্তির’ বিরুদ্ধে লড়াইয়ের প্রশংসা করেছেন। নেতানিয়াহুর অফিস এক্সে এ তথ্য জানিয়েছে। এই প্রশংসা ইসরায়েল মাচাদোর গাজা আক্রমণের সমর্থন হিসেবে উপস্থাপন করেছে। খবর আল-অ্যারাবিয়ার।

নেতানিয়াহুর অফিস এক্সে জানিয়েছে, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেছিলেন। যুদ্ধের সময় নেতানিয়াহুর সিদ্ধান্ত ও দৃঢ় পদক্ষেপ এবং গাজায় জিম্মিদের মুক্তির জন্য চুক্তির প্রশংসা করেছেন মাচাদো। তবে মাচাদো এক্সে দেওয়া একটি পোস্টে ইসরায়েল এবং গাজার বিষয়ে কোনো কিছু উল্লেখ করেননি বরং এড়িয়ে গেছেন। 

এক্সে দেওয়া ওই বিবৃতিতে মাচাদো বলেন, ‘আমি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি এবং ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ভেনিজুয়েলার জনগণকে উষ্ণ অভিনন্দন জানানোর জন্য তাকে ধন্যবাদ জানাই।'

তিনি বলেন, 'আমরা ভেনিজুয়েলাবাসী শান্তিকে গভীরভাবে মূল্য দিই এবং আমরা জানি যে এটি অর্জনের জন্য আমাদের বিরোধিতাকারী সর্বগ্রাসী শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য অপরিসীম সাহস, শক্তি এবং নৈতিক স্পষ্টতার প্রয়োজন। এতে বিস্ময়ের কিছু নেই যে ইরানের শাসকগোষ্ঠী, যারা ভেনিজুয়েলার মাদুরো সরকারের অন্যতম প্রধান সমর্থক—তারা হামাস, হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীদের মতো সন্ত্রাসী সংগঠনগুলোকেও সমর্থন করে। এই জোটবদ্ধতা স্বাধীনতা এবং কর্তৃত্ববাদের মধ্যে সংগ্রামের বৈশ্বিক প্রকৃতিকে তুলে ধরে।'

তিনি বলেন, যেভাবে আমরা ভেনিজুয়েলায় স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই করছি, ঠিক সেভাবেই মধ্যপ্রাচ্যের সব দেশই মর্যাদা, ন্যায়বিচার ও আশার ভিত্তিতে গড়ে ওঠা একটি ভবিষ্যৎ প্রাপ্য—ভয় নয়।

প্রসঙ্গত, ভেনিজুয়েলার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই। মাদুরোর অগ্নিগর্ভ সমাজতান্ত্রিক পূর্বসূরি হুগো শ্যাভেজ ২০০৮ সালের গাজা যুদ্ধের প্রতিবাদে ২০০৯ সালে সম্পর্ক ছিন্ন করেছিলেন।

জে.এস/

মারিয়া কোরিনা মাচাদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250