প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ফাইল ছবি (সংগৃহীত)
সুইজারল্যান্ড সফরের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এ সংবাদ সম্মেলন করা হবে।
সোমবার (১৯ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর সুইজারল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন বুধবার (২১ জুন) দুপুর ১২টায় গণভবনে অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন: ঈদের ছুটি বাড়ল একদিন
সংবাদ সম্মেলনে অংশ নিতে পিএম বিটের সাংবাদিকদের এবং গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিকদের আগামীকাল মঙ্গলবার সকালে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে কোভিড টেস্ট করার জন্য অনুরোধ জানানো হলো।
এম/