রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানে যা বললেন সালাহউদ্দিন *** থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আজ *** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ

প্রস্তুত জাতীয় ঈদগাহ, লাখো মুসল্লির অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৩ পূর্বাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ। বিশাল এ মাঠে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের প্রধান জামাত। শুক্রবার (২১ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা গেছে, সাদা কাপড়ে আচ্ছাদিত পুরো মাঠ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর ঈদগাহ মাঠে প্যান্ডেলে ৩৫ হাজার এবং সড়কে লাখো মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন।

ঈদের জামাত ঘিরে জাতীয় ঈদগাহ মাঠে এবারই প্রথমবারের মতো সিভিল সার্জন কার্যালয় ও র্যাবের উদ্যোগে দুটি প্রাথমিক চিকিৎসাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। ময়দানে ফ্যান, লাইট, সিসি ক্যামেরা ও অজুর স্থান প্রস্তুত করার পাশাপাশি বৃষ্টির পানি ঠেকাতে ত্রিপল টাঙানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাবের কন্ট্রোল রুম থাকছে ময়দান ঘিরে।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বিশাল এ মাঠ এরইমধ্যে সামিয়ানা দিয়ে ঢেকে ফেলা হয়েছে। বাঁশের ব্যারিকেড দিয়ে ভিভিআইপি, ভিআইপি জোন পৃথক করা হয়েছে। সিলিং ফ্যান ছাড়াও টেবিল ফ্যান ও এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। মূল মাঠের বাইরে স্থাপন করা হয়েছে দুটো ওয়াচ টাওয়ার।

শুক্রবার সকালে র্যাব, পুলিশ ও ডিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জাতীয় ঈদগাহ মাঠে টহল দিতে দেখা গেছে। র্যাব পুলিশের ডগ স্কোয়াড, সোয়াত ও বিভিন্ন বাহিনীর বোম্ব ডিজপোজাল ইউনিটকেও কাজ করতে দেখা গেছে।

মূল প্যান্ডেলে ৩৫ হাজার ছাড়াও আশপাশের এলাকা মিলে এ বছর ঈদের নামাজে লক্ষাধিক মুসল্লির জমায়েত হতে পারে বলে আয়োজক কমিটি জানিয়েছে।

মাঠের মূল অংশে ১২১টি কাতারে পুরুষ এবং ৫১টি কাতারে নারীরা ঈদের জামাতে অংশ নিতে পারবেন। এছাড়াও ময়দানের আশপাশের মূল সড়কগুলোতে অংশ নিতে পারবেন আরও ৭০ হাজার মুসল্লি। বরাবরের মতো ঈদ জামাতে মন্ত্রী ও সচিবসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন।

রাজধানীতে সম্প্রতি একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সতর্কতার অংশ হিসেবে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসা মুসল্লিদের দিয়াশলাই বা লাইটার জাতীয় কোনো বস্তু সঙ্গে না আনার আহ্বান জানানো হয়েছে৷

আয়োজকরা জানিয়েছেন, এ বছর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ঈদের জামাতে অংশ নিতে পারেন। এছাড়া মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সচিব, কূটনীতিকরাসহ ঊর্ধ্বতন ব্যক্তিরা নামাজে অংশ নেবেন।

২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের জাতীয় ঈদগাহ ময়দানে এ বছর ঈদের নামাজ পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন।

এম/

আরো পড়ুন:

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

জাতীয় ঈদগাহ ঈদুল ফিতর মুসল্লি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250