রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ *** ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের হুমকির পর ভারতকে পারমাণবিক বোমার ভয় দেখালেন আসিম মুনির *** এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে: হাসনাত আবদুল্লাহ *** দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি, অপেক্ষায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স *** আ. লীগ ফিরলে শেখ হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান

ফেসবুকের কল্যাণে ২৪ বছর পর বাবাকে খুঁজে পেল তানিয়া

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এক জেলায় থেকেও বাবা-মেয়ের দেখা হয়নি ২৪ বছর। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে দীর্ঘদিন পর দেখা হলো তাদের। দেখা হওয়ার পর মেয়ে তানিয়া আক্তার (২৪) এর সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতা হয়েছে বাবা আলমগীর হেসেনের।

আলমগীর হোসেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দত্তপাড়া মহল্লার বাসিন্দা। 

জানা যায়, তানিয়া আক্তারের জন্মের কিছুদিন পরই তার বাবা আলমগীর হোসেন ও মা আফরোজা বেগমের মধ্যে বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তাদের পথ হয়ে যায় আলাদা। কিন্তু শিশু তানিয়া বেড়ে উঠেন তার নানা মাজুম খানের বাড়ি মাধবপুর উপজেলার খান্দুরা গ্রামে। দীর্ঘ চলার পথে বাবাকে হন্যে হয়ে খুঁজে বেড়ালেও আর পায়নি মেয়ে তানিয়া। অবশেষে গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাবা-মেয়ের এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। ‘ভবঘুরে’ নামে ফেসবুক পেজের অ্যাডমিন ইকবাল আহমেদসহ বাবা মেয়ের দেখা হয় হবিগঞ্জ শহরের কালিবাড়ি রোডে সৌদিয়া রেস্তোরাঁয়।

তানিয়া আক্তার জানান, বাবা-মায়ের আলাদা হওয়ার পর মায়ের সঙ্গে প্রায়ই দেখা হতো। কিন্তু বাবা জীবিত আছেন কি না তা কখনো জানতে পারিনি। তানিয়া বলেন, প্রায় দুই সপ্তাহ আগে ‘ভবঘুরে’ পেজের এডমিন ইকবাল আহমেদের সঙ্গে যোগাযোগ করি এবং বাবার যানবাহনে বিনামূল্যে আরোহণের একটি পরিচয়পত্র তাকে দিই। সেই সূত্র থেকে ওই ভাইটি আমার বাবার সন্ধান দিয়েছেন। তানিয়া বর্তমানে বিবাহিত। তার স্বামী ও দুই সন্তান রয়েছে। 

‘ভবঘুরে’ পেজের এডমিন ইকবাল বলেন, দেখা হওয়ার পর বাবা মেয়ের মধ্যে অনেক আলাপ আলোচনা হয়েছে। সেখানে তারা খাওয়া দাওয়াও করেছেন। ইকবাল বলেন, বাবা-মেয়ের দেখা করিয়ে দিতে পেরে আমিও আনন্দিত। এদিকে, বাবা মেয়ের দীর্ঘদিন পর এমন সাক্ষাতের ব্যবস্থা করে প্রশংসায় ভাসছেন ইকবাল আহমেদ নামে ওই যুবক।

ওআ/

ফেসবুক বাবা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250