মন্ত্রিসভার টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গৃহীত হওয়ায় তাদের দফতর বণ্টন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দেখবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
একই সঙ্গে একই দিন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী পদত্যাগপত্র জমা দেন। তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
আই.কে.জে/