ছবি: সংগৃহীত
সব অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়াচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। বৈশ্বিক এই মেগা ইভেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। বিশ্ব আসরের প্রথম ম্যাচ হওয়ায় দুই দলেরই লক্ষ্য জয় দিয়ে আসর শুরু করা।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব ক্রিকেটের সর্ববৃহৎ ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে নামবে এই দুই দল। এই ম্যাচে মাঠে নামার আগে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম।
যদিও দুই দলেই রয়েছে চোটের সমস্যা। নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার টিম সাউদি থাকছেন না এই ম্যাচে। যদিও ইংল্যান্ডকেও মাঠে নামতে হচ্ছে তাদের সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়াই। ৩২ বছর বয়সী এই অলরাউন্ডারও কিছুটা চোটে ভুগছেন।
ইংল্যান্ডের ব্যাটিংয়ের মূল দায়িত্ব থাকবে ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট ও জস বাটলারদের ওপর। আর বোলিংয়ে দলটির মূল ভরসা মার্ক উড ও স্যাম কারানের ওপর। আর স্পিনে নেতৃত্ব দেবেন লেগস্পিনার আদিল রশিদ।
অন্যদিকে, কিউইদের ব্যাটিং নির্ভর করবে ডেভন কনওয়ে, উইল ইয়ং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস ও টম লাথামের ওপর। বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরিদের রাখতে হবে বড় ভূমিকা। আর স্পিনে থাকবেন মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মইন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড ও আদিল রশিদ।
নিউজিল্যান্ডের একাদশ
উইল ইয়ং, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম লাথাম (অধিনায়ক), মার্ক চাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
ওআ/
খবরটি শেয়ার করুন