ছবি: সংগৃহীত
এক লিওনেল মেসিতেই যেন আটকে আছে যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গন। ইন্টার মায়ামির হয়ে অভিষেকের পর থেকেই দারুণ ছন্দে আছেন আর্জেন্টাইন মহাতারকা। টানা ৭ ম্যাচে করেছেন ১০ গোল করে ইন্টার মায়ামিকে জিতিয়েছেন লিগস কাপ। যেটি ইন্টার মায়ামির প্রথম শিরোপাও বটে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের সামনে এবার সুযোগ ইউএস ওপেন কাপ জেতার।
মেসির পরের ম্যাচ বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোরে। প্রতিপক্ষ এফসি সিনসিনাটি। ম্যাচের আগে তাদের কোচ প্যাট নোনানও যেন কিছুটা হালই ছেড়ে দিলেন মেসি ইস্যুতে। সহজ উত্তরে জানালেন, মেসিকে আটকানোর চিন্তা নিছকই বোকামি।
ভৌগলিক বিচারে ইস্টার্ন কনফারেন্সের ক্লাব সিনসিনাটি। আছে নিজেদের লিগে শীর্ষে। শুধু তাইই নয়, পুরো যুক্তরাষ্ট্রের লিগেই শীর্ষ দল তারা। কিন্তু, লিগের সেরা দলটির কাছেও নেই মেসিকে আটকানোর মন্ত্র, ‘মেসির ক্ষেত্রে বাস্তবতা হচ্ছে, গত দুই দশক ধরে সর্বোচ্চ স্তরের ফুটবলে খুব বেশি ক্ষেত্রে এটা করা সম্ভব হয়নি। আর যদি আশা করা হয় যে এর উত্তর আমাদের কাছে থাকবে, তবে সেটা বোকামি। সে এখনো শীর্ষ স্তরের ফুটবল খেলছে এবং বিশ্বকাপ জিতে এসে আরও উজ্জীবিত।’
শুধু মেসি বা বুসকেতস না, প্যাট নোনানের চিন্তায় আছে পুরো ইন্টার মায়ামি, ‘মেসি আসার আগে তারা ১১টি লিগ ম্যাচে জিততে পারেনি। আর এখন তারা একটি ম্যাচেও হারেনি। এর একটি কারণ দলে বিশ্বসেরা খেলোয়াড় বা বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন থাকা। এর ফলে পেশাদারত্ব থেকে মাঠের খেলার গুণগত মানসহ সবকিছুতে পরিবর্তন এসেছে।’
আর.এইচ
খবরটি শেয়ার করুন