শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে: তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভোলা হবে একটি শিল্প নগরী। ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস আছে। গ্যাসের ওপর ভিত্তি করে শিল্প কারখানা গড়ে উঠবে। দেশের অনেক শিল্পপতিরা এরই মধ্যে জমি কেনা শুরু করেছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা পৌরশহরের বাংলাস্কুল মাঠে জেলা আওয়ামী লীগের শান্তি উন্নয়ন শোভাযাত্রার উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রবীণ নেতা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভোলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন শুধু ভোলা-বরিশাল ব্রিজ হওয়া বাকি, সেটিও হবে। ব্রিজ হলে আমরা ভোলা থেকে চার-পাঁচ ঘণ্টার মধ্যে ঢাকা যেতে পারবো।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনের বাকি কয়েক মাস আছে। এ নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।

তোফায়েল আহমেদের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের বিশাল শান্তি উন্নয়ন শোভাযাত্রা বের হয়। বাংলাস্কুল মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন: একনেকে ১৮ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুছ।

এম/


ভোলা তোফায়েল আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250