শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প

মাছের দোকানে সুন্দরবনের অজগর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় বিহঙ্গ দ্বীপসংলগ্ন একটি মাছের আড়ত থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে রুহিতা বটতলা মাছ বাজার থেকে সাপটি উদ্ধার করে স্থানীয় বন্যপ্রাণী প্রেমী জাকির মুন্সি।

জানা গেছে, প্রতিদিনের মতো রুহিতা বটতলা মাছ বাজারের স্থানীয় হেলালের মাছের আড়ৎ খোলে। তারপর মাছ সংরক্ষণের জন্য রাখা ককশিট পরিস্কার করতে থাকে। হঠাৎ সে একটি ককশিটের মধ্যে একটি বড় অজগর সাপ দেখে ভয়ে চিৎকার দেয়।

এলাকার মানুষও ভিড় জমায় সেই অজগর সাপ দেখতে। পরে বন্যপ্রাণি প্রেমি জাকির মুন্সিকে খবর দেওয়া হলে তিনি এসে অজগরটি উদ্ধার করেন এবং বন বিভাগকে খবর দেওয়া হয়।

রুহিতা বটতলা বাজারের প্রত্যক্ষদর্শীরা জানান, এসব সাপ বাজারে এসেছে মানে ঘরে গিয়ে উঠবে তখন ভয়েই তো মারা যাবো। ছোট ছেলেমেয়েরা যদি এমন সাপ ঘরের মধ্যে বা বাড়ির আশেপাশে দেখে তাহলে সেটা বিপদের কথা। এলাকার অনেকে এখন ভয় পাচ্ছে। 

আরো পড়ুন: একসঙ্গে তিন শিশুর জন্মদান

বন্যপ্রাণী উদ্ধারকারী জাকির মুন্সি বলেন, আগেও আমি দেড় শতাধিক অজগর উদ্ধার করেছি। যা সুন্দরবনসহ বিভিন্ন বনে অবমুক্ত করেছি। তবে এসব অজগর লোকালয়ে আসা বিপজ্জনক।

বন বিভাগের টেংরা বিটের বিট কর্মকর্তা মো. মহিদুর রহমান বলেন, অজগরটি উদ্ধারের খবর শুনেছি। অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হবে। সুন্দরবনের অজগর কেন লোকালয়ে আসছে প্রশ্ন করলে তিনি বলেন, এখন সুন্দরবন আগের মতো নির্জন নেই। ফলে বনের প্রাণিদের চলাচলে বিঘ্ন ঘটে। 

এসি/ আই. কে. জে/ 


সুন্দরবন অজগর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250