ছবি: সংগৃহীত
অতিথি আপ্যায়ন বলুন কিংবা উৎসবের আয়োজন, সেমাইয়ের কোনো পদ না থাকলে পূর্ণতা পায় না যেন। মিষ্টিপ্রেমীদের কাছে সেমাই একটি পছন্দের নাম। আর তা যদি হয় মালাই সেমাই তাহলে তো কথাই নেই। এর স্বাদে মুগ্ধ হবে সবাই। চলুন তবে জেনে নেওয়া যাক মালাই সেমাই রান্নার রেসিপি-
তৈরি করতে যা লাগবে
দুধ- ২ লিটার
সেমাই- ১ কাপ
চিনি- আধা কাপ
কনডেন্সমিল্ক- ১ কাপ
এলাচ ও দারুচিনি- ৩-৪টি
ঘি- ১ চা চামচ
বাদাম কুচি ও কিশমিশ- পছন্দমতো।
আরো পড়ুন: ঘরেই তৈরি করুন কাঁচা আমের পান্না
যেভাবে তৈরি করবেন
এসি/ আই.কে.জে.