ছবি-ফাইল
ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্রদের একজন হলেন অরিজিৎ সিং। নিজের তুখোড় গায়কীর মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করেছেন তিনি। কাশ্মীর থেকে কন্যাকুমারী, এই বাঙালি গায়কের ভক্ত রয়েছে সর্বত্র। যেখানেই যান না কেন তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা। অরিজিৎও কখনও তাঁদের নিরাশ করেন না। তবে সম্প্রতি সেই গায়কই এক ভক্তের কাণ্ডকারখানায় বেজায় চটলেন।
মূলত অনুরাগীরা তাকে ঘিরে ধরলে তাদের সঙ্গে হাসিমুখেই কথা বলেন। তাদের সঙ্গে ছবি তোলা থেকে শুরু করে সব আবদার পূরণ করেন ধৈর্য ধরে। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, অনুরাগীর ওপর বেশ চটে গেছেন অরিজিৎ।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখান দিয়ে বাইকে চড়ে অরিজিতের গাড়ি ধাওয়া করছেন কয়েকজন অনুরাগী। তাদের লক্ষ্য, গায়কের সঙ্গে ছবি তোলা। ধাওয়া করতে করতে অরিজিতের গাড়িকে ধরেও ফেললেন তারা। গাড়িতে সামনের দিকে চালকের পাশের আসনে বসেছিলেন অরিজিৎ।
আরো পড়ুন: কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিলেন গায়ক নকুল কুমার
অনুরাগীরা গাড়ির কাছে এসে টোকা মারতে জানলার কাচও নামান তিনি। তার পরেই অরিজিতের প্রথম প্রশ্ন, ‘কত বার হর্ন বাজিয়েছ জানো? কাকে এভাবে বিরক্ত করছ? আমাকে না অন্য লোককে? আমার সঙ্গে দেখা করার ইচ্ছা বলে তুমি অন্যদের ওপর এভাবে অত্যাচার করছ?’ অরিজিতের প্রশ্নের মুখে প্রায় নিরুত্তর ছিলেন অনুরাগীরা।
তবে রেগে গেলেও অনুরাগীদের ফিরিয়ে দেননি অরিজিৎ। গায়কের সঙ্গে ছবি তোলার ইচ্ছা ছিল তাদের। অরিজিৎ তাদের বলেন, ‘ছবি তুলবে তো? ছবি তোলার জন্যই তো এত কিছু করা! ছবি তোলো। কিন্তু এভাবে হর্ন বাজাবে না।’ এই ভিডিও ভাইরাল হতেই অরিজিতের শাসনের প্রশংসা করেছেন অনেকেই।
এসি/ আই.কে.জে/