শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী *** পক্ষপাতের জন্য গণমাধ্যম মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত: উপদেষ্টা মাহফুজ *** শাপলা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী *** শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দী করেছে ইসরায়েল *** সরিয়ে নেওয়া হলো এনবিআরের সদস্য সেই বেলাল চৌধুরীকে *** গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল *** জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে ১৫ই অক্টোবর

মোশন পোস্টারে পাঁচ রূপে শাহরুখ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

প্রায় দুই সপ্তাহ পর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার নতুন মোশন পোস্টার। পাঁচ রূপে সবার সামনে এনেছেন নিজের লুক। 

শুক্রবার (২৫ আগস্ট) প্রকাশ্যে এসেছে শাহরুখ খানের মুক্তির অপেক্ষায় থাকা ‘জওয়ান’ সিনেমার নতুন মোশন পোস্টার।

আরও প্রায় দুই সপ্তাহ পর সিনেমাটি মুক্তি পাচ্ছে। সেই আবহে প্রকাশ পেয়েছে ‘জওয়ান’ সিনেমার একাধিক মুখের পোস্টার। 

আসছে ৭ সেপ্টেম্বর ভারতজুড়ে মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত, শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত সিনেমা ‘জওয়ান’। এর আগে প্রকাশ্যে এলো সিনেমার নতুন মোশন পোস্টার। আজ মুক্তি পাওয়া নতুন মোশন পোস্টারে কিং খানের বিভিন্ন রূপে সবাই মুগ্ধ।

শাহরুখের মোট পাঁচটি লুক নিয়ে তৈরি মোশন পোস্টার শোয়ার করে তিনি লিখেছেন, এ তো সবে শুরু। বিচারের নানা মুখ। এটা সবে তীর। এখনো ঢাল বাকি আছে। এটা অন্ত এখনো কাল বাকি আছে। নিজেকেই নিজে কিছু জিজ্ঞেস করে। এখনো জবাব বাকি আছে। 

আরো পড়ুনচারটি ক্রিকেট দল থেকে কত কোটি আয় করেন শাহরুখ

একইসঙ্গে শাহরুখ উল্লেখ করেন যে প্রত্যেক মুখচ্ছবির পিছনে রয়েছে এক একটা উদ্দেশ্য। তবে এটা সবে শুরু। ৭ সেপ্টেম্বর ‘জওয়ান’ ভারতজুড়ে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে। শাহরুখ খানের পোস্টে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা।

এরই মধ্যেই মুক্তি পেয়েছে ‘জওয়ান’ সিনেমার প্রিভিউ ও দুটি গান, ‘জিন্দা বন্দা’ ও ‘চলেয়া’। বিপুল জনপ্রিয়তা লাভ করেছে সেগুলো। ‘চলেয়া’ গানে চেনা রোমান্টিক মুডে দেখা গেল শাহরুখ খানকে, সেই সঙ্গে প্রথমবার তার বিপরীতে দক্ষিণের সুপারস্টার নয়নতারা। শাহরুখকে এ সিনেমায় নতুন রূপে দেখবে পাবেন বলেন অপেক্ষায় আছেন ভক্তরা।

এসকে/ 

শাহরুখ খান সিনেমা ‘জওয়ান’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250