সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৩

#

ব্রুনো ফার্নান্দেজ - ফাইল ছবি (সংগৃহীত)

হ্যারি ম্যাগুয়ারের অনুপস্থিতিতে দলকে আগেই নেতৃত্ব দিয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। এবার আর ভারপ্রাপ্ত নয়, ম্যানচেস্টার ইউনাইটেডের স্থায়ী অধিনায়ক হয়েছেন পর্তুগিজ মিডফিল্ডার। ইংল্যান্ডের ডিফেন্ডার ম্যাগুয়ারের জায়গায় ফার্নান্দেজকে দলের স্থায়ী অধিনায়ক করার ঘোষণা গতকাল এক বিবৃতিতে দিয়েছে ম্যান ইউনাইটেড।

চোট আর বাজে পারফরম্যান্সের কারণে গত মৌসুমে ম্যান ইউনাইটেডের শুরুর একাদশে অনিয়মিত হয়ে পড়েছিলেন ম্যাগুয়ার। ফল হিসেবে নতুন মৌসুম শুরুর আগে ম্যাগুয়ারের নেতৃত্ব কেড়ে নেন কোচ এরিক টেন হাগ।

২৮ বছর বয়সী ফার্নান্দেজকে স্থায়ী অধিনায়ক করার বিবৃতিতে ইউনাইটেড বলেছে, ‘পর্তুগিজ মিডফিল্ডার এরই মধ্যে বেশ কয়েকবার ইউনাইটেডের অধিনায়কত্ব করেছেন এবং এরিক টেন হাগ নিশ্চিত করেছেন যে তিনি এখন দলকে স্থায়ীভাবে নেতৃত্ব দেবেন।’

স্পোর্তিং লিসবন থেকে ২০২০ সালে ইউনাইটেডে নাম লেখানোর পর ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির হয়ে ১৮৫ ম্যাচ খেলে ৬৪টি গোল করার পাশাপাশি ৫৪টি অ্যাসিস্ট করেছেন ফার্নান্দেজ। পর্তুগাল মিডফিল্ডারের প্রশংসা করে ইউনাইটেড তাদের বিবৃতিতে লিখেছে, ‘অধিনায়ক হিসেবে দুইবারের স্যার ম্যাট বুসবি বর্ষসেরা খেলোয়াড় হওয়া ফার্নান্দেজ দলকে খুব ভালোভাবে অনুপ্রাণিত করতে পারবেন আর ২০২৩–২৪ মৌসুমে দলকে সাফল্য এনে দিতে ভূমিকা রাখবেন।’

আরো পড়ুন:মেসির মায়ামি অভিষেক যেভাবে দেখা যাবে

অন্যদিকে নেতৃত্ব হারানো ম্যাগুয়ারকে এ মৌসুমে ইউনাইটেড ছেড়ে দেবে বলে গুঞ্জন আছে। তবে তিনি ঠিক কোথায় যেতে পারেন, সেটা এখনো নিশ্চিত নয়।

এম/


ব্রুনো ফার্নান্দেজ ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন