মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যে কাউকেই নকল করতে পারেন রণবীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

বলিউডের প্রথম সারির অভিনেতা তিনি। সিনেমা বিশেষজ্ঞরা বলেন, যে কোনও বায়োপিকের জন্য রণবীর নাকি মানানসই। খুব সহজে অন্যের চলন, বাচনভঙ্গি রপ্ত করে নিতে পারেন। তবে রণবীরের নকল করার স্বভাব নাকি খুব ছোট থেকেই ।

পর্দায় দুর্দান্ত রোমান্টিক হলেও বাস্তব জীবনে কিন্তু দারুণ দুষ্ট বলিউড অভিনেতা রণবীর কাপুর। শৈশবে দাঁপিয়ে বেড়িয়েছেন স্কুলে। কখনো অন্যকে কপি করেছেন, কখনো ক্লাস পালিয়েছেন। নিজেকে একজন ‘মহান কপিবাজ’ উল্লেখ করে রণবীর জানান, তিনি স্কুলে কখনও ধরা পড়েননি।

এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘‘খুব ছোটবেলা থেকেই খুব ভাল নকল করতে পারি। ছোটবেলা থেকেই করেছি। তবে ধরা পড়িনি কখনও। কিন্তু ক্লাস সেভেন কিংবা এইটে পড়াকালীন একবার হামাগুড়ি দিয়ে ক্লাসের বাইরে বেরোচ্ছিলাম। 

আরো পড়ুন: কত টাকা জরিমানা দিলেন ব্রিটনি স্পিয়ার্স

সেই সময়ই প্রিন্সিপালের সামনে পড়ে যাই। তিনি আমার সামনেই দাঁড়িয়ে ছিলেন। এবং জীবনের সবচেয়ে মনে রাখার মতো পিটুনি খেয়েছিলাম সেই দিনই। এমন মার খেয়েছিলাম যে, সেই মারের আওয়াজ এখনও আমার কানে বাজে।’’

ছোটবেলা থেকেই দুষ্টু তিনি। স্ত্রী আলিয়ার সঙ্গেও বিভিন্ন সময় খুনসুটি করতে দেখা যায় রণবীরকে। সেই কারণে মাঝেমধ্যে বিতর্কিত মন্তব্যেও জড়িয়ে পড়েন তিনি। তবু তাতে পরোয়া নেই নায়কের। সামনেই তাঁর ছবি ‘অ্যানিমাল’ এর মুক্তি।

হিংসাপ্রধান এই ছবিতে রণবীরের লুক দেখেই স্তব্ধ নেটাগরিকরা। এমন চেহারায় এর আগে কখনও দেখা মেলেনি রণবীরের।

এসি/ আই.কে.জে



রণবীর কাপুর]

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন