রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ *** আধুনিক ডিজাইনের পুলিশ বক্স চালু হচ্ছে ঢাকায় *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে স্বতন্ত্র বিশেষজ্ঞ যুক্ত করার দাবি টিআইবির *** জীবনের ‘শেষ নির্বাচন’ উল্লেখ করে যে বার্তা মির্জা ফখরুলের *** চলতি সপ্তাহে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন *** পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ, ঢাকা থেকেই নির্বাচনের ঘোষণা *** পুলিশের উদ্যোগে ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের ‘শান্তিচুক্তি’ *** নতুন বেতনকাঠামোর সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা *** ‘পুতুলনাচের ইতিকথা’ *** ঢাকা-১৭ আসনে লড়বেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে

রাষ্ট্রদ্রোহ মামলায় ইমরান খানকে অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০০ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত। 

সোমবার (২৮ আগস্ট) পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়েটার আদালত এ মামলাটি খারিজ করেছেন। খবর এবিসি নিউজের।

সহিংসতায় প্ররোচনা এবং সেনাবাহিনীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে গত মার্চে ইমরান খানের বিরুদ্ধে দক্ষিণের কোয়েটা শহরে এ রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করা হয়।

ইমরান খানের আইনজীবীর ইকবাল শাহ জানান, আদালত ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খারিজ করেছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও স্থগিত করেছেন।

গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত ইমরান খান বর্তমানে তোশাখানা দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি আছেন। আজ এ মামলায় তার সাজা স্থগিত আবেদনের ওপর শুনানি করেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। শুনানি শেষে আগামীকাল মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টায় রায় দেওয়ার কথা জানিয়েছেন হাইকোর্ট।

আইএইচসির প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ ইমরানের আবেদনের ওপর শুনানি করেন। এর আগে এ মামলায় গত শুক্রবার আরেক দফা শুনানি অনুষ্ঠিত হয়েছিল। সেই শুনানি উপস্থিত ছিলেন না পাকিস্তানের নির্বাচন কমিশনের আইনজীবী আমজাদ পারভেজ। তবে আজ তিনি আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন।

সরকার থেকে বিদায় নেওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন ইমরান খান। বর্তমানে তার বিরুদ্ধে ১৫০টির বেশি মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়না থাকায় আগামীকাল আদালত তার পক্ষে রায় দিলেও মুক্তি পাওয়ার সম্ভাবনা তেমন নেই ইমরান খানের।

এসকে/

পাকিস্তান ইমরান খান রাষ্ট্রদ্রোহ মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250