সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রেস্তোরাঁর ওয়েটার থেকে ইনস্টাগ্রাম প্রধান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রধান হিসেবে আছেন অ্যাডাম মোসেরি। জানলে অবাক হবেন, তিনি এক সময় রেস্তোরাঁর সাধারণ কর্মী ছিলেন।     

সৎ পথে করা কোনও কাজই ছোট হতে পারে না। এ কথা জানলেও বাস্তবে মানতে সমস্যা হয় অনেকের। বন্ধুদের সামনে বলতে অস্বস্তি হয়। তবে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরির গল্প শুনে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই।

সাধারণ এক জন কর্মচারী থেকে কোনও প্রতিষ্ঠানের প্রধান হয়ে ওঠা সহজ নয়। 

দীর্ঘ এই যাত্রাপথে যে পরিমাণ অধ্যবসায় প্রয়োজন, তা সকলের থাকে না। নিজের জীবনসংগ্রামের সেই কাহিনিই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরলেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি, যা সাধারণ মানুষের মনে অনুপ্রেরণা জোগাবে। 

আরো পড়ুন: গোপনে ইনস্টাগ্রাম প্রোফাইল কেউ দেখছে কিনা জানার উপায়

পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই নিজের খরচ বহন করার জন্য ছোটখাটো কাজ করেছেন অ্যাডাম। কখনো রেস্তোরাঁয় ওয়েটার হিসাবে। কখনও আবার বারটেন্ডার হিসাবে।

তবে নিজেকে আরও বড় জায়গায় দেখার ইচ্ছা বরাবরই তার ছিল। ধৈর্য, নিজের কাছে করা প্রতিজ্ঞা এবং অধ্যবসায় যে কাউকেই হতাশ করে না, সে কথাই তরুণ প্রজন্মের কাছে উদাহরণ হিসাবে তুলে ধরেছেন তিনি।

রেস্তোরাঁর সাধারণ কর্মচারী থেকে প্রযুক্তি শিল্পের প্রধান হয়ে ওঠার আগে অ্যাডাম কাজ করেছেন ফেসবুকেও। নিজের থ্রেড স্টোরিতে তিনি নিজের কাজের বিবর্তন সম্পর্কে পর পর কয়েকটি শব্দ লিখেছেন, যা দেখলেই বোঝা যায়, তার কর্মজীবন শুরু হয়েছিল রেস্তোরাঁর কর্মী হিসাবে।

প্রযুক্তি সংস্থায় ডিজাইনার, প্রোডাক্ট ম্যানেজার হিসাবে বেশ কিছু বছর কাজ করার পর অবশেষে ইনস্টাগ্রামে প্রধান হিসাবে আত্মপ্রকাশ করেন অ্যাডাম।

এসি/ আই. কে. জে/



রেস্তোরাঁর ওয়েটার ইনস্টাগ্রাম প্রধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন