বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা *** সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি দাবিতে সিপিজের বিবৃতি *** বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতি, যা জানাল দিল্লি *** ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য জানাল ইনকিলাব মঞ্চ *** শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা *** সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ *** গোল নয়, রায়ে জিতে হাসছেন এমবাপ্পে *** টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী *** তারেক রহমানের জন্য গুলশানে বাসভবন, অফিস প্রস্তুত করছে বিএনপি *** ‘মুক্তিযুদ্ধের প্রশ্নে শেখ হাসিনার কঠোর প্রতিক্রিয়ার পেছনে ঐতিহাসিক কারণ আছে’

লাসকে হারিয়ে লিগে পিএসজির প্রথম জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৭ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

পার্ক দে প্রিন্সেসে লাসকে ৩-১ গোলে হারিয়ে লিগে নিজেদের প্রথম জয় নিশ্চিত করেছে পিএসজি। এ জয়ে অবশ্য কিলিয়ান এমবাপ্পের অবদান কম নয়। জোড়া গোল করে দলকে এগিয়ে দিয়েছেন তিনি। 

গত ম্যাচে এমবাপ্পেকে বদলি খেলোয়াড় হিসেবে খেলানো হয়েছিল। তবে কোচ লুইস এনরিকে বোধহয় বুঝতে পেরেছেন, এমবাপ্পের মতো খেলোয়াড়দের বদলি হিসেবে খেলানোটা সঠিক সিদ্ধান্ত নয়। আজ আর তাই সেই ভুল করেননি পিএসজি কোচ। পার্ক দে প্রিন্সেসে লাসের বিপক্ষে ম্যাচের প্রথম বাঁশি থেকেই তাই মাঠে দেখা গেল এমবাপ্পেকে।

ফরাসি ফরোয়ার্ড হতাশ করেননি কোচকে। করেছেন জোড়া গোল, খেলেছেন দারুণ। পিএসজি অবশ্য ম্যাচে এগিয়ে গিয়েছিল এমবাপ্পের দুই গোলের আগেই মার্কো আসেনসিওর গোলে। শেষ পর্যন্ত লাসের বিপক্ষে ম্যাচটা লুইস এনরিকের দল জিতেছে ৩-১ গোলে।

নতুন মৌসুমে তিন ম্যাচ খেলে পিএসজির এটাই প্রথম জয়। লাসের বিপক্ষে ড্রয়ের আগে এনরিকের দল লোরিয়াঁর বিপক্ষেও গোলশূন্য ড্র করে শুরু করেছিল মৌসুম। 

গত মৌসুমের রানার্স আপ লাস এই মৌসুমে এখনো জয়হীন, দুটি হারের সঙ্গে একটি ড্র। আজ বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে অতিথি হয়ে গিয়ে অবশ্য খুব খারাপ খেলেনি লাস। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি, যেটা পিএসজি পেরেছে।  ম্যাচটা লাসের হাত থেকে বেরিয়ে গিয়েছিল পিএসজির দ্বিতীয় গোলের পরই। তবে দলের হয়ে তৃতীয় ও ম্যাচে নিজের দ্বিতীয় গোলটা করে এমবাপ্পে লাসের সব আশা শেষ করে দেন। 

এম.এস.এইচ/ 

পিএসজি কিলিয়ান এমবাপ্পে লাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250