ছবি: সংগৃহীত
জয়ের হাসি হাসলেন কিলিয়ান এমবাপ্পে। এই হাসি মাঠের লড়াই শেষে পাওয়া নয়, নয় কোনো প্রতিপক্ষের বিপক্ষে গোল-অ্যাসিস্ট করে পাওয়া জয়ের। আইনি লড়াই শেষে পাওয়া হাসি ছিল এমবাপ্পের মুখে।
এমবাপ্পে রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর থেকেই লড়াইটা করে যাচ্ছিলেন পিএসজির সঙ্গে। লড়াইটা ছিল বকেয়া বেতন উদ্ধারের। সেই লড়াইয়ে অবশেষে কিলিয়ান এমবাপ্পেরই জয় হয়েছে।
বিষয়টি আদালত পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এমবাপ্পে। পিএসজিও এমবাপ্পের বিরুদ্ধে ‘সম্মানহানি’র পাল্টা অভিযোগ করেছিল। কিন্তু সেই অভিযোগ ধোপে টেকেনি। ফ্রান্সের শ্রম আদালত সোমবার (১৫ই ডিসেম্বর) নির্দেশ দিয়েছেন, ডিএসজি যেন এমবাপ্পের বকেয়া বেতন পরিশোধ করে।
বকেয়া বেতনের অঙ্কটা কম নয়। বেতন ও বোনাস মিলিয়ে মোট ৬ কোটি ইউরো। ২০২৪ সালে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে নাম লেখানো ফরাসি তারকা অবশ্য দাবি করেছিলেন, পিএসজির কাছে তিনি ২৬ কোটি ইউরো পাবেন। সেই সময় পিএসজিও এমবাপ্পের কাছে ৪৪ কোটি ইউরো দাবি করেছিল।
শ্রম আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করবে কি না, তাৎক্ষনিকভাবে সে বিষয়ে কিছু বলেনি পিএসজি।
২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত পিএসজির হয়ে ২০৮ ম্যাচ খেলে ২৫৬ গোল করেছেন এমবাপ্পে। এ রায়ে ফরাসি ফরোয়ার্ডের হয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তার আইনজীবী ফ্রেদেরিক কাসেরো। তিনি বলেছেন, রায়ে আমরা সন্তুষ্ট। বেতন পরিশোধ না হলে এমন সিদ্ধান্তই প্রত্যাশিত ছিল।
খবরটি শেয়ার করুন