ছবি: সংগৃহীত
দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত মানেই অ্যাকশন ভরপুর। তার আসন্ন সিনেমা ‘জেলার’ এর গান কাভাল্লার প্রমো মুক্তি পেতেই ঝড় উঠেছে সামাজিকমাধ্যমে। কোঁকড়া চুলে লাস্যময়ী তামান্না ভাটিয়ার ডান্সস্টেপ এখন ভাইরাল।
এসবের মাঝেই একজন শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানের সঙ্গে সিংক করাল কাভাল্লাকে! তিনি তামান্নার নতুন নামকরণ করেছেন ‘ইন্ডিয়ান শাকিরা’, এই ভিডিও চোখে পড়েছে তামান্নারও। যা দেখে প্রতিক্রিয়া জানাতে ভোলেননি অভিনেত্রী। তিনি টুইট করে বলেছেন, ‘মানতেই হবে, এই সিংক বেশ ভালো।’ এই গানে কালারফুল থাইস্লিট স্কার্ট পরে নাচতে দেখা গেছে জনপ্রিয় এই অভিনেত্রীকে তামান্নাকে। গানের একটি অংশে হুক স্টেপে অভিনেত্রীর সঙ্গে নিজস্ব ভঙ্গিতে পা মিলিয়েছেন রজনীকান্ত।
আরো পড়ুন: করণ জোহর কেন আলিয়ার কাছে ক্ষমা চাইলেন?
এদিকে একফ্রেমে তামান্না এবং রজনীকান্তকে দেখে বয়সের ফারাক নিয়ে কটাক্ষ করেছেন অনেকেই। সমালোচকরা রজনীকান্তকে বয়স নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। টুইটে এক ব্যক্তি জানিয়েছেন, অনেকেই মনে করেছেন অভিনেতা এবার বয়সের সঙ্গে মানানসই চরিত্রেই শুধু অভিনয় করা উচিত। অনেকেই আবার কটাক্ষ করেছেন তামান্নার সঙ্গে তার চল্লিশ বছরের ফারাক নিয়ে।
নেলসন দিলীপকুমারের পরিচালনায় ‘জেলার’ সিনেমায় অভিনয় করছেন রাম্যা কৃষ্ণন, শিব রাজকুমার ও মোহনলাল। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ১০ আগস্ট।
এসি/