শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

শাড়ির সঙ্গে যে ধরনের শীতপোশাক পরবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীত এলেই উৎসব-অনুষ্ঠান বেড়ে যায়। আর এই সময় অনুষ্ঠানে নারীরা গায়ে জড়িয়ে নেন নানান বাহারের শাড়ি। তবে শীতে শাড়ি পরলেও এর সঙ্গে চাদর, সোয়েটার নাকি ওভারকোট কোনটি পরলে মানানসই দেখাবে তা নিয়ে চিন্তিত থাকেন কমবেশি সব নারীই।

আপনি যদি একজন শাড়িপ্রেমী নারী হন, তাহলে কয়েকটি উপায়ে শীতেও শাড়ির সঙ্গে শীতপোশাকে স্টাইল করতে পারেন। যা দেখে অন্যরা তো বটেই আপনি মুগ্ধ হবেন মুহূর্তেই। জেনে নিন যেভাবে শাড়ির সঙ্গে শীতপোশাকে স্টাইল করবেন। 

শাল

শীতে শাড়ির সঙ্গে এমন একটা দারুণ শাল জড়িয়ে নিলে আর কিছু লাগবে না। এক্ষেত্রে কোমরের কাছে একটি প্রান্ত গুঁজে অন্য ভাগটি কাঁধের উপর দিয়ে ফেলে রাখুন। শাল নেওয়াও হবে সঙ্গে স্টাইলও। খুব শীত করলে ব্লাউজ হিসেবে সোয়েটার পরে তার উপর দিয়ে শাল নিন।

এথনিক কোট

শাড়ির সঙ্গে চলতে পারে এথনিক কোটও। এজন্য সাদা-কালো কোট পরতে পারেন শাড়ির সঙ্গে। এ ধরনের শ্রাগও পরতে পারেন শাড়ির সঙ্গে।

হাইনেক ব্লাউজ

শীতে ব্লাউজের বিকল্প হতে পারে হাইনেক স্কিভি। শাড়ির সঙ্গে ব্লাউজই যে পরতে হবে তা কিন্তু নয়। চাইলে অল্প শীতে শাড়ি পরুন নিটেড টপ দিয়ে। হাই নেক, ফুল স্লিভ এই ধরনের টপ শীতে আরাম দেবে সঙ্গে স্টাইলও হবে।

এজন্য ম্যাচিং টপই যে পরতে হবে তার কোনো মানে নেই। কনট্রাস্ট কিংবা একেবারে অন্য রংয়েরও পরতে পারেন। তবে তা যেন ঢিলেঢালা না হয়।

ক্রপড সোয়েটার

এছাড়া পরতে পারেন ক্রপড সোয়েটারও। এর সুবিধা হলো এটি দেখতে অনেকটা উলেন ব্লাউজের মতো লাগবে। যদি একটু পুরোনো হওয়া টাইট কোনো সোয়েটার থাকে, তাহলে সেটিও পরুন শাড়ির সঙ্গে।

এস/ আই. কে. জে/ 


শাড়ি শীতপোশাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন