রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের শুরু *** ট্রাম্প মারা গেছেন—এক্সে অনেকেই কেন লিখছেন এই কথা *** ৪ শতাংশ সুদে আরও দুই বছর ঋণ পাবেন ভূমিহীন কৃষকেরা *** ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প *** সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব *** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ

গলার হার বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

যে কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রায়ই ছোটবেলায় ফিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৭ই জানুয়ারি) স্টুডেন্টস উইক উদযাপন অনুষ্ঠানে গিয়ে স্মৃতি হাতড়ালেন। শোনালেন, দারিদ্র্য সত্ত্বেও কীভাবে পড়াশোনা চালিয়ে গেছেন তিনি।

ক্ষমতায় আসার পর থেকেই বরাবরই শিক্ষার্থীদের কথা ভেবেছে তৃণমূল সরকার। ছাত্র-ছাত্রীদের স্বার্থে একাধিক প্রকল্প চালু করেছে সরকার। সোমবার ধনধান্য স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে যোগশ্রী প্রকল্পের সুচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি তুলে ধরেন বাংলা ভাষার গুরুত্বের কথা। সেখানেই নিজের কলেজ জীবনের সংগ্রামের স্মৃতিচারণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন: শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানালেন মোদি

মমতা জানান, ছাত্রাবস্থায় তিনিও কম কষ্ট করেননি। বলেন, বাবার মৃত্যুর পর তার মা অত্যন্ত কষ্ট করে তাকে কলেজে ভর্তি করান। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় একটি সোনার হার ছিল। যা বিক্রি করতে তিনি বাধ্য হন। সেই টাকায় ভর্তি হন কলেজে। অভাব সত্ত্বেও লড়াই করেছেন তিনি। সাফল্যও এসেছে। নিজের জীবনে কষ্ট দেখেছেন, সেই কারণেই বরাবর শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেন মমতা।

অনুষ্ঠানে আরো বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন তিনি। সেখানে উঠে আসে পশ্চিমবঙ্গে রাজনীতির বিভিন্ন ইস্যুও।

সূত্র: সংবাদ প্রতিদিন

এইচআ/ আই. কে. জে/ 

পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় জীবন সংগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন