শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১০:১৬ অপরাহ্ন, ৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সিএমপি’র সাবেক সহকারী কমিশনার  এ বি এম শাহাদাত হোসেন মজুমদার ও তার স্ত্রী রাজিয়া সুলতানা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এনামুল হক বাদী হয়ে রোববার (৭ মে) দুটি মামলা করেন।

মামলায় দুজনের বিরুদ্ধে ১ কোটি ৮৮ লাখ টাকার সম্পদ অর্জন সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর সম্পদের তথ্য দুদকে দাখিল করেন এই দম্পতি।

কিন্তু এ বি এম শাহাদাত হোসেন ১৮ লাখ ৩২ হাজার ৫২২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। এ ছাড়া তাঁর মালিকানাধীন মার্কেটের নির্মাণ ব্যয় কম দেখিয়ে ৬৮ লাখ ১৮ হাজার ২৮৭ টাকা মূল্যের সম্পদ অসংগতিপূর্ণভাবে অর্জন করেছেন। এছাড়া তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা চৌধুরী ২৭ লাখ ১ হাজার ৮০৪ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। পাশাপাশি ৭৫ লাখ ২৬ হাজার ৪৪৮ টাকা মূল্যের সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন।  

আরো পড়ুন: হাইকোর্টে আবারও জামিন চেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি

ফেনীর ফুলগাজী থানার বাসিন্দা এ বি এম শাহাদাত হোসেন মজুমদার সহকারী পুলিশ সুপার হিসেবে অবসরে নেন। চট্টগ্রামের হালিশহর চুনা ফ্যাক্টরী এলাকায় তাঁর বাড়ি ও মার্কেট রয়েছে।  

দুদক চট্টগ্রামের উপপরিচালক মো. নাজমুচ্ছাদাত জানান, প্রাথমিক তদন্তে সম্পদের তথ্য গোপন করা এবং জ্ঞাত উৎস থেকে অবৈধভাবে অর্থ অর্জনের প্রমাণ মিলেছে। তাই ওই দম্পতির বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।  

এসি/ আইকেজে 
 

সম্পদ তথ্য গোপন অভিযোগ পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250