আলিয়া ভাট - ছবি: সংগৃহীত
এরইমধ্যে বলিউডের শীর্ষ তারকার তকমা নামের সঙ্গে যুক্ত করেছেন আলিয়া ভাট। দীর্ঘদিন ধরেই প্রযোজক ও নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছেন তিনি। যা আরও লম্বা হয়েছে ‘গাঙ্গুবাঈ কদিয়াদি’ সিনেমাটির সাফল্যের পর।
বর্তমানে তার হাতে রয়েছে প্রায় হাফ ডজন বিগ বাজেটের আলোচিত সিনেমা। আসছে ২৮ জুলাই থেকে প্রেক্ষাগৃহ মাতাবে তার ‘রকি অর রানি কি প্রেম কাহানি’। সিনেমাটির পোস্টার-ট্রিজার দারুণ সাড়াও ফেলেছে।
এরমাঝেই ক’দিন আগে জানা গেছে, এবার অ্যাকশনে মন দিচ্ছেন এই অভিনেত্রী। যা তার ভক্তদের মাঝে বেশ কৌতুহলের জন্ম দিয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই নতুন খবরে প্রশংসায় ভাসছেন আলিয়া।
ছবি: সংগৃহীত
আগামী ১১ আগস্ট মুক্তি পাবে তার অভিনীত প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অব স্টোন’। এতে তিনি হলিউডের জনপ্রিয় তারকা গ্যাল গ্যাডটের সঙ্গে স্ক্রিন শেয়ারের পাশাপাশি নেতিবাচক ভূমিকায় হাজির হবেন। যা নিয়ে আলিয়া ভক্তদের জল্পনা-কল্পনার শেষ নেই।
এদিকে বুধবার ইনস্টাগ্রামে সিনেমাটির পোস্টার শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, আলিয়া ভাট আমাদের হৃদয় হ্যাক করতে আসছেন। ১১ আগস্ট হার্ট অব স্টোন থ্রিল এবং রোমান্সে মুগ্ধতা ছাড়াবে শুধুমাত্র নেটফ্লিক্সে।পোস্টারে আলিয়ার লুক নজর কেড়েছে সবার। এমনকি কমেন্ট বক্স আলিয়া বন্দনায় মুখর হয়ে উঠেছে।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, যদিও আলিয়ার জন্য নেতিবাচক ভূমিকা কিছুটা কঠিন বলে মনে হচ্ছে, তবুও দেখার অপেক্ষায় আছি তিনি কীভাবে চরিত্রটি জীবন্ত করে তোলেন!
আরো পড়ুন: শুভাকাঙ্ক্ষীদের জীবনের অংশ বললেন শাকিব খান
আরেকজন লিখেছেন, হলিউডের ভিলেন! অবশ্যই আপনি সবাইকে ছাড়িয়ে যাবেন। অন্যজন লিখেছেন, সময় এখন আলিয়ার। হলিউড তারকাদের সঙ্গে কতটা সাবলীল আপনি তা দেখার জন্য মুখিয়ে আছি।
এম/