রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ *** ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের হুমকির পর ভারতকে পারমাণবিক বোমার ভয় দেখালেন আসিম মুনির

মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী বছর মুম্বাইয়ে কনসার্ট করবেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের মার্চে মুম্বাইয়ে মঞ্চ মাতাবেন এই গায়ক। তার আগেই রোববার (২১শে ডিসেম্বর) অরিজিতের কনসার্টের টিকিটমূল্য প্রকাশ করা হয়েছে।

টিকিটের সর্বোচ্চ দাম দেখে চমকে গেছেন ভক্তরাও। হাজারের ঘর পার করে লাখ ছুঁইছুঁই অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম। 

গায়ককে ঘিরে ভক্তদের উন্মাদনা কোন পর্যায়ে পৌঁছেছে তা বলাই বাহুল্য। এর আগে অরিজিতের মুম্বাই কনসার্টের টিকিটের সর্বোচ্চ দাম উঠেছিল ৮৫,০০০ টাকা।

অনলাইনে সেই টিকিট লাইভ হওয়ার মাত্র ৪ মিনিটের মধ্যেই 'সোল্ড আউট' হয়ে গিয়েছিল। সেই রেকর্ডের পর এবার নতুন ট্রেন্ড তৈরি করতে চলেছেন এই সঙ্গীতশিল্পী। 

কনসার্টের জন্য আয়জকেরা আসন সংখ্যা বাড়িয়েছেন। যার দাম এবার ছুঁয়েছে ৯৫,০০০ টাকা।

আরও পড়ুন: সুরের মুর্ছনায় ঢাকা মাতালেন রাহাত ফতেহ আলী খান

সবচেয়ে ব্যয়বহুল এই 'ডায়ামন্ড বিভাগে' আসন সংখ্যা মাত্র ২টি। এখানে দর্শকদের জন্যে থাকবে অ্যালকোহলের ব্যবস্থা। পরিবেশিত হবে নাশতা।

অরিজিৎ সিং ২০২৫ সালের ২৩শে মার্চ মুম্বাইয়ে মঞ্চ মাতাবেন। বান্দ্রার জিও ওয়ার্ল্ড গার্ডেনে গান গাইবেন গায়ক।

অরিজিতের মুম্বাই কনসার্টের টিকিটের দাম শুরু হচ্ছে ১৩,৫০০ টাকা থেকে। এটি হলো গোল্ড বিভাগ। এরপর রয়েছে প্ল্যাটিনাম বিভাগ। যার টিকিট মূল্য গোল্ডের প্রায় দ্বিগুণ, ২৫,০০০ টাকা। 

গোল্ড এবং প্ল্যাটিনাম বিভাগের পর এবার নতুন করে ডায়ামন্ড বিভাগটি জুড়েছেন আয়োজকরা। যার দাম লাখ টাকা ছুঁইছুঁই। 

পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের দিল-লুমিনাটি ট্যুরের দামকেও ছাপিয়ে গেল অরিজিতের কনসার্টের টিকিট। এর আগে কোনো ভারতীয় শিল্পীর লাইভ কনসার্টের টিকিটের দাম এই পর্যায়ে পৌঁছায়নি।

এসি/ আই.কে.জে

লাখ টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250