আলিয়া ভাট - ছবি: ফেসবুক থেকে নেওয়া
সাত বছর পর পরিচালক হিসেবে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছিলেন চিত্রনির্মাতা করণ জোহর। আর এক দুরন্ত ইনিংস খেলেছেন তিনি। সাধারণ মানুষ থেকে চিত্রসমালোচক—সবার মন জয় করেছে তাঁর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিটি। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে বিনোদন দুনিয়ার সাংবাদিকদের সঙ্গে এই ছবির সফলতা উদ্যাপন করলেন করণ। এই আসরে উপস্থিত ছিলেন রণবীর সিং, আলিয়া ভাট, ধর্মেন্দ্র, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরীসহ আরও অনেকে। সাংবাদিকদের সঙ্গে তারকাদের প্রশ্নোত্তর পর্বে বেশ কিছু মজার তথ্য এদিন ফাঁস হয়েছে।
‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবির ‘কুড়মাই’ গানটি মুক্তি পেল এদিন। গানটি রকি আর রানির বিয়েকে কেন্দ্র করে লেখা। এই গানের প্রসঙ্গে আলিয়া জানান, ‘আমার বিয়ের চার দিন পর গানটি শুট করা হয়েছিল। শুটিংয়ের সময় নিজের বিয়ের কথাই মনে হচ্ছিল। এই গানে আমার হাতে যে মেহেদি দেখছেন, সেটা আমার বিয়ের মেহেদি। তবে লুকের দিক থেকে দুটো বিয়ে সম্পূর্ণ আলাদা ছিল। আমি আমার বিয়েতে খুব হাল্কা শাড়ি আর খুব সাদামাটা সেজেছিলাম। ছবিতে আমি খুব ভারী লেহেঙ্গা পরেছিলাম। আর মাথার দোপাট্টাও খুব ভারী ছিল। আমি খুব লাকি যে আমার বিয়ে সাদামাটা ভাবে হয়েছিল। কারণ, আমি বেশি মেকআপ আর ভারী পোশাক সামলাতে পারতাম না।’
‘রকি অউর রানি কি প্রেমকাহানি’র একটি দৃশ্যে রণবীর সিং ও আলিয়া ভাট - ছবি: টুইটার থেকে নেওয়া
তিনি আরও বলেছেন, ‘বেশ কিছু বিষয়ে আমার বিয়ের সঙ্গে পর্দার বিয়ের মিল ছিল। রকি আর রানি যখন সাতপাক নিচ্ছিল, তখন বর আগে যাবে না কনে আগে যাবে, তা নিয়ে সবাই বিভ্রান্ত ছিল। আমি বলি, আমি নিশ্চিত যে কনে আগে যাবে। কারণ, আমি সদ্য বিয়ে করেছি।’ এই বলিউড নায়িকা আরও বলেছেন, ‘ছবির গানে মালাবদলের দৃশ্যের সময় রকির বন্ধুরা তাকে ওপরে তুলে ধরেছে। বাস্তবে আমার বিয়ের সময় সবাই রণবীরকে (কাপুর) ওপরে তুলে ধরেছিল। আর আমাকে কেউ তুলছিলই না। আমি সবাইকে আমাকে ওপরে তুলে ধরার কথা বলি। এরপর রণবীর নিচে নামে, আর হাঁটু মুড়ে বসেছিল। আমি তখন তাকে মালা পরাই।’
‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিকে ঘিরে রণবীরের প্রতিক্রিয়া জানতে চাইলে আলিয়া হেসে বলেন, ‘নিজের কাছের মানুষদের সঙ্গে এই ছবি দেখা উচিত। আমি আমার সব কাছের মানুষদের সঙ্গে বসে ছবিটা দেখেছিলাম। আমি রণবীর, আমার মা, আমার শাশুড়ি মা, আর বাবার সঙ্গে বসে ছবিটা দেখেছি। রণবীরের বিশেষত্ব যে সে বেশি কথা বলে না। কিন্তু ছবিটা দেখতে দেখতে রণবীর ছবিটার সঙ্গে পুরোপুরি একাত্ম হয়ে গিয়েছিল। সে কখনো হেসে উঠছিল, আবার কখনো তালি বাজাচ্ছিল। রণবীর বলেছিল যে ছবিটা তার ভালো লেগেছে।’
‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিতে আলিয়াকে সাংবাদিক রানী চ্যাটার্জির ভূমিকায় দেখা গেছে। তিনি বলেন, ‘শুটিংয়ে আমার প্রথম দৃশ্যটাই ছবিতে প্রথম দৃশ্য ছিল। এই দৃশ্যে আমি অত্যন্ত সহজ ছিলাম, কারণ চরিত্রের সঙ্গে আমি অত্যন্ত কানেক্টেড ছিলাম।
\
‘তুম কেয়া মিলে’ গানের দৃশ্যে আলিয়া ও রণবীর - ছবি : ভিডিও থেকে নেওয়া
এই ছবিতে রিপোর্টিংয়ের একটা দৃশ্য আছে। কিন্তু দৃশ্যটা দীর্ঘ বলে, তা কেটে বাদ দেওয়া হয়েছে। ছবিটা ওটিটিতে রিলিজ পেলে আশা করি দৃশ্যটা দেখা যাবে। সাংবাদিকের ভূমিকায় আমি দারুণ উপভোগ করেছি। কিন্তু অনেকের মতে, সাংবাদিকেরা বাস্তবে এ রকম শাড়ি পরে না। কিন্তু কি করব, এটা করণ জোহরের সংস্করণ, তাই একটু-আধটু ছাড় তো দিতেই হবে।’
‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জের প্রসঙ্গে আলিয়া মজার এক তথ্য দিলেন। এই অভিনেত্রী বলেছেন, ‘“ঈশকওয়ালা লাভ” গানের অনেকটা সময় পর আমি “তুম ক্যায়া মিলে” গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছি। আর তাই আমি একটু নার্ভাস ছিলাম। আমাকে করণ বলেছিল যে আমি চাইলে এ ব্যাপারে শাহরুখ খানের থেকে পরামর্শ নিতে পারি। সবারই জানা আছে যে এ ব্যাপারে তিনি লা-জবাব। আমি শাহরুখকে ফোন করে বলি বিষয়টা। তিনি আমাকে বলেন, “তুই বাড়িতে চলে আয়। সুহানাও গানের সঙ্গে ঠোঁট মেলানো শিখতে চায়, তাহলে তোদের দুজনের একসঙ্গে টিউশন নেব।”
আরো পড়ুন: ঘুরে দাঁড়ানোর মিশন শুরু করছি: গ্যাল গডোট
সুহানা আর আমি গানের সঙ্গে দুই-তিন ঘণ্টা লিপসিংগ করেছিলাম। শাহরুখ কোনো একটা অ্যাপ আমায় ডাউনলোড করে দিয়েছিল। আর বলেছিল যে কীভাবে অনুশীলন করতে হয়। এরপর আমি গানটা শুট করেছিলাম।’
এম/