সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্টেডিয়ামে স্ত্রীর সামনে কাকে ‘আই লভ ইউ’ বললেন অরিজিৎ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

শনিবার ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। যদিও ম্যাচ শুরু আগে বিসিসিআই-এর তরফ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধুমাত্র স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের জন্য। এই অনুষ্ঠান গান গেয়েছে ভারতের খ্যতনামা সব শিল্পীরা। 

যাঁদের মধ্যে সব থেকে বেশি চর্চা হয়েছে যাকে নিয়ে তিনি বাংলার ভূমিপুত্র অরিজিৎ সিংহ। এ দিন সস্ত্রীক ভারত-পাক ম্যাচ দেখেন গায়ক। তবে মঞ্চে নিজে গাইতে গাইতে আচমকা প্রেম নিবেদন করে বসেন গায়ক।

তবে স্ত্রী কোয়েলের জন্য নয়। অরিজিৎ তাঁর ভালবাসা জাহির করেন বিরাট কোহলির উদ্দেশে। তিনি বলেন, ‘‘বিরাট, আই লভ ইউ’’। শুনে কি আদৌ সাড়া দিলেন অনুষ্কা শর্মার স্বামী?

আরো পড়ুন: যে কাউকেই নকল করতে পারেন রণবীর

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় দু’জনের এই সুন্দর মুহূর্ত রীতিমতো ছড়িয়ে পড়েছে। মঞ্চে গাইছেন অরিজিৎ, সেই সময় একপাশে ম্যাচ শুরুর আগের প্রস্তুতিতে ব্যস্ত টিম ইন্ডিয়া। কমল পোশাকে বিরাট মাঠে নামতেই মঞ্চ থেকে চিৎকার করে গায়ক বলেন, ‘‘আই লাভ ইউ বিরাট।’’

তার পরই তাঁকে গাইতে শোনা যায়, ‘সাবেরো কা মেরে তু সুরজ লাগে/ তু মেরা কোই না হোকে ভি কিছু লাগে’। গায়কের এমন ভালবাসা দেখে তাঁর দিকে হাত তুলে দেখান বিরাট। ফিরিয়ে দেন হাসি। দেখালেন ভিকট্রি চিহ্ন, মাথা নাড়তে নাড়তে হাসতে থাকেন বিরাট।

ওই একই দিনে বিরাট-পত্নী অনুষ্কা শর্মার ছবি তুলে দেওয়ার আবদার করেন অরিজিৎ।একটুও গোসা করেননি তিনি। বরং হাসিমুখে ক্যামেরার জন্য পোজ় দিলেন অভিনেত্রী।

গ্যালারির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বসে থাকা অনুষ্কার ছবি তুলছেন অরিজিৎ, সেই ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়।

এসি/  আই.কে.জে

অরিজিৎ ‘আই লভ ইউ’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন