শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ক্রেতা সংকটে হিলি স্থলবন্দরে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। দুদিনের ব্যবধানে কেজিতে দাম কমেছে ৪-৫ টাকা।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান, কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে বন্দরে কমেছে ক্রেতা। এতে কমেছে পেঁয়াজের দাম। চলতি সপ্তাহের শুরুতে নাসিক জাতের পেঁয়াজ বন্দরে বিক্রি হয়েছে ৩৪ থেকে ৩৫ টাকা, সেই পেঁয়াজ বুধবার বিক্রি হয়েছে ৩০-৩১ টাকা। একইভাবে ইন্দ্রজাতের পেঁয়াজ ৪ টাকা কমে ২৭ টাকা বিক্রি করতে হচ্ছে।

বন্দরের পেঁয়াজ আমদানিকারক হাসানুজ্জামান বলেন, কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া চলমান থাকায় বন্দরে পাইকাররা কম এসেছে। পেঁয়াজ সংরক্ষণে তেমন ব্যবস্থা না থাকায় দাম কম হলেও বিক্রি করতে হচ্ছে।

হিলি বন্দরে পেঁয়াজ নিতে আসা পাইকার রনি বলেন, ‘হিলি বন্দর থেকে প্রতিদিন ৩-৪ গাড়ি পেঁয়াজ নিয়ে থাকি। তবে কয়েক দিন ধরে অতিরিক্ত গরমের পাশাপাশি বৃষ্টি হওয়ায় মোকামগুলোতে চাহিদা অনেকটাই কমেছে পেঁয়াজের। তাই আজ (বৃহস্পতিবার) এক গাড়ি পেঁয়াজ নিয়েছি।’

হিলি স্থলবন্দর জনসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন প্রতাপ মল্লিক বলেন, বন্দর দিয়ে প্রতিদিনই বাড়ছে পেঁয়াজ আমদানি।

আরো পড়ুন:রাজশাহীতে সাড়ে ১১ লাখ মেট্রিক টন আম উৎপাদন

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহে চার কর্মদিবসে ভারতীয় ১৮৬ ট্রাকে ৫ হাজার ৬৭৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।

এম/


হিলি কম পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন