বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহীতে আ.লীগ নেতার তিন ছেলে-মেয়ের জামিন *** খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় আজ তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি *** শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার *** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের

১২৮ বছর পর অলিম্পিকে ফিরলো ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

দীর্ঘ ১২৮ বছর পর ২০২৮ এর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে ফের অলিম্পিক আসরে ফিরছে ক্রিকেট। বিষয়টি আগেই নিশ্চিত করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এবার ক্রিকেটের ফেরার সুখবরটি নিশ্চিত করল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও।

১৯০০ সালের প্যারিস অলিম্পিকেই শুধু ক্রিকেট ছিল। মাত্র এক ম্যাচেই হয়েছিল শিরোপার নিষ্পত্তি। স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল গ্রেট ব্রিটেন। এরপর আর কখনই অলিম্পিকে ক্রিকেট হয়নি।

উপমহাদেশের বাইরে ক্রিকেটের জনপ্রিয়তা নেই সেভাবে। তাই বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসারের চ্যালেঞ্জও বেশি। ক্রিকেটকে বৈশ্বিক খেলায় পরিণত করতে চেষ্টা চালিয়েই যাচ্ছে আইসিসি। দীর্ঘকাল বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিকেও ছিল না ক্রিকেট।

তবে কিছুদিন আগে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের স্থানীয় কমিটি এলএ-২৮ ক্রিকেটকে অন্তর্ভূক্ত করার প্রস্তাব দিয়েছিল। তাদের প্রস্তাবে ক্রিকেট ছাড়াও বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস এবং স্কোয়াশকে ২০২৮ অলিম্পিকে অন্তর্ভূক্ত করার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। সে সময় আইওসির প্রেসিডেন্ট থমাস বাক জানিয়েছিলন, এই পাঁচটি খেলাকেই অলিম্পিকে অন্তর্ভূক্ত করার প্রক্রিয়া চলছে।

১৪-১৬ অক্টোবরের চূড়ান্ত ভোটাভুটি শেষে অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। সোমবার (১৬ অক্টোবর) ক্রিকেটকে যুক্ত করার ঘোষণা দিয়েছে আইওসি। অলিম্পিকে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ক্রিকেট।

ফুটবল ছাড়াও অলিম্পিককেও 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' বলে ডাকা হয়। বিশ্বের বৃহত্তম এই ক্রীড়া আসরে ক্রিকেট অন্তর্ভূক্ত হওয়া মানে সাড়া বিশ্বের মানুষের দারে ক্রিকেট পৌঁছে যাওয়া। যার ফলে বিশ্বায়ন হবে ক্রিকেটের। বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়বে, নতুন নতুন দর্শক তৈরি হবে বলে মনে করেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে।

আরো পড়ুন: সাকিবের ফিটনেসের ওপর ডিপেন্ড করে খেলতে পারবে কি না: বিসিবি

তিনি বলেন, আমরা খুবই আনন্দিত যে, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

তিনি যোগ করেন, আমি আইওসিকে ধন্যবাদ জানাতে চাই এবং একইসঙ্গে এলএ২৮ কে তাদের সমর্থন ও আমাদের সংস্থার প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। বিশ্বমানের খেলার সাহায্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে অলিম্পিকের নতুন নতুন সমর্থক তৈরি হবে।

এসকে/

ক্রিকেট আইসিসি অলিম্পিক গেমস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250