২৮ বছর আগের ক্যালেন্ডার দিয়েই চলে যাবে চলতি বছর। অবাক করার বিষয় হলেও ঘটছে আসলে তেমনটাই। ১৯৯৬ সালের ক্যালেন্ডার আর ২০২৪ সালের ক্যালেন্ডার এক। ফলে ১৯৯৬ সালের ক্যালেন্ডার দিয়েই চলে যাবে ২০২৪ সাল।
১৯৯৬-২০২৪ এই দুটি বছরের প্রথম দিনই শুরু হয়েছে সোমবার দিয়ে। বছর দুটিতে আছে লিপইয়ার বা অধিবর্ষ। আর সেকারণেই ১৯৯৬ সালের ক্যালেন্ডার চলতি বছরেও ব্যবহার করা যাবে।
‘চক্রবৎ পরিবর্তন্তে’ কি জানেন?
‘চক্রবৎ পরিবর্তন্তে’ পৃথিবীতে অনেক কিছুই আবার ফিরে ফিরে আসে। নতুন বছর তো পড়ে গিয়েছে বেশ কয়েক দিন হলো। জানেন কি এই বছরের ক্যালেন্ডারের সঙ্গে মিল রয়েছে কোন বছরের ক্যালেন্ডারের? যদি নতুন বছরের ক্যালেন্ডার না পেয়ে থাকেন তবে সেই নির্দিষ্ট পুরোনো বছরের ক্যালেন্ডার দিয়েই কাজ চালিয়ে দিতে পারবেন।
দেখে নিন ১৯৯৬ সালের সঙ্গে ২০২৪ এর কী কী মিল রয়েছে
১৯৯৬ সালের ৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আমেরিকায়। সেবার আমেরিকার ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী বিল ক্লিনটন। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি। এই বছরও ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এবার ডেমোক্রেটিক পার্টির হয়ে দ্বিতীয় দফায় লড়তে চলেছে বর্তমানের আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
১৯৯৬ সালের সঙ্গে আরও একটি মিল রয়েছে ২০২৪ সালের। তা হলো ১৯৯৬ সালেই অলিম্পিকের আসর বসেছিল। এ বছরেও বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর বসতে চলেছে। তবে দিন ও তারিখ আলাদা হবে। এত সবকিছুর মধ্যে আবার নয়া ব্যবসা। পুরোনো জিনিসপত্র বিক্রির সাইট ই-বে ১৯৯৬ সালের শত শত ক্যালেন্ডার এরই মধ্যেই বিক্রি করে ফেলেছে।
আরও পড়ুন: ১৪০ ভাষায় গান গেয়ে গিনেস রেকর্ড
এসব ক্যালেন্ডারের প্রচ্ছদ করা হয়েছে বার্বি থেকে শুরু করে কানাডিয়ান-আমেরিকান মডেল ও অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনকে দিয়ে। ক্যালেন্ডারগুলোর দাম ৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৪৭৫ টাকা থেকে ২০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২১ হাজার ৯০২ টাকা।
এছাড়া কিছু কিছু ক্যালেন্ডার বিক্রি হচ্ছে ১৪৯ ডলার ৯৯ সেন্টেও। এসব ক্যালেন্ডারগুলোতে রয়েছে নব্বইয়ের দশকের ফ্যাশন ট্রেন্ড, হেয়ার স্টাইলসহ তৎকালীন জীবনযাত্রার নানা ছবি। এসব দেখেই স্মৃতিকাতর হয়ে পড়ছেন অনেকে। মনে পড়ে যাচ্ছে ফেলে আসা সেদিনের কথা।
চলমান ২০০ বছরের একই ক্যালেন্ডার হুবহু মিলে যাওয়া ঘটনা ঘটছে/ঘটবে সাত বার। ১৯৪০, ১৯৬৮, ১৯৯৬, ২০২৪, ২০৫২, ২০৮০ ও ২১২০ সালে ঘটেছে এবং ঘটবে এই কাণ্ড।
সূত্র: এবিসি নিউজ
এসকে/
খবরটি শেয়ার করুন