ছবি: সংগৃহীত
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট একবার জয় করাই যেখানে স্বপ্নের মতো, সেখানে পরপর ২৬ বার এভারেস্ট জয় করেছেন নেপালি পর্বতারোহী পাসাং দাওয়া শেরপা (৪৬)। গত রোববার ২৬তম বারের মতো মাউন্ট এভারেস্টে আরোহণ করে বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ রেকর্ড গড়েছেন তিনি। খবর সিএনএনের।
পর্যটন কর্মকর্তা বিজ্ঞান কৈরালা জানিয়েছেন, এর আগে নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২৬ বার এভারেস্ট জয়ের রেকর্ড গড়েন।
পাসাং দাওয়ার নিয়োগকর্তা হাইকিং কোম্পানি ইমাজিন নেপাল ট্র্যাক্সের কর্মকর্তা দাওয়া ফুতি শেরপা জানিয়েছেন, পাসাং একজন হাঙ্গেরিয়ান পর্বতারোহীর সঙ্গে এভারেস্টের শীর্ষে পৌঁছেছেন। দাওয়া ফুতি শেরপা জানান, তাঁরা এখন শীর্ষ থেকে নেমে আসছেন। ভালো আছেন তাঁরা।
শেরপারা তাঁদের পর্বতারোহণের দক্ষতার জন্য পরিচিত। মূলত পাহাড়ে বিদেশি ক্লায়েন্টদের গাইড হিসেবে জীবিকা নির্বাহ করেন তাঁরা। এ বছর নেপাল ৪৬৭ বিদেশি পর্বতারোহীকে এভারেস্টে চড়ার অনুমতি দিয়েছে।
আরো পড়ুন: বুদ্ধের কানে স্পিকার বাজিয়ে টাকা আর প্রেমিকা চাইলেন চীনা তরুণ
এম এইচ ডি/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন