মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৮২ আসনে প্রার্থী দিল বিএনএম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৮ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩

#

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮২টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

বিএনএমের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মুহাম্মদ আবু জাফর ও মহাসচিব ড. মো. শাহজাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুর-১ আসনে শাহ মোহাম্মদ আবু জাফর, চাঁদপুর-৪ আসনে ড. মো. শাহজাহান, বরগুনা-২ আসনে ড. আব্দুর রহমান, নীলফামারী-১ আসনে জাফর ইকবাল সিদ্দিকী, সাতক্ষীরা-৪ আসনে এইচ এম গোলাম রেজা, পাবনা-২ আসনে ডলি সায়ন্তনী, ঢাকা-৬ আসনে অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, নীলফামারী-৪ আসনে কমান্ডার (অব.) এম সাজেদুল করিম, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে শাহ জামাল রানা, কক্সবাজার-৪ আসনে তাহা ইয়াহিয়া, ঢাকা-১৬ আসনে রীতা রহমান, কুড়িগ্রাম-৩ আসনে ড. মো. সাফিউর রহমান, যশোর-৪ আসনে সুকৃতি কুমার মন্ডল, বাগেরহাট-৩ আসনে সুব্রত মন্ডল, নাটোর-৪ আসনে গাজী আবু সায়েম রতন, ঝালকাঠি-১ আসনে গাজী মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইল -৬ আসনে খন্দকার ওয়াহিদ মুরাদ, ঝিনাইদহ-২ আসনে ক্যাপ্টেন (অব.) মো. সাইফুর রহমান, মুন্সীগঞ্জ-১ আসনে মুহাম্মদ ফরিদ হোসেন, টাঙ্গাইল-৮ আসনে মুহাম্মদ আব্দুর রহিম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নারায়ণগঞ্জ-৩ আসনে অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মো. একরামুজ্জামান, পটুয়াখালী-২ আসনে এস এম এনায়েত করিম, হবিগঞ্জ-২ আসনে এস, এ,  এম সোহাগ, খুলনা-৪ আসনে এস এম আজমল হোসেন, খুলনা-৬ আসনে এস এম নেওয়াজ মোরশেদ, চট্টগ্রাম-১২ আসনে এম. ইয়াকুব আলী, বরিশাল-৪ আসনে এ্যাড. মাহাবুবুল আলম দুলাল, সাতক্ষীরা-৩ আসনে এ্যাড. হোসনে আরা হক, রাজশাহী-৩ আসনে এ, কে, এম মতিউর রহমান, নেত্রকোনা-২ আসনে এ বিএম রফিকুল হক তালুকদার, মানিকগঞ্জ-৩ আসনে এ খালেক দেওয়ান, কুষ্টিয়া-২ আসনে আরিফুর রহমান, টাঙ্গাইল-২ আসনে মো. এমরান হক চৌধুরী, ঢাকা-১১ আসনে হোসেন আহমেদ আশিক, বাগেরহাট-২ আসনে সোলায়মান শিকদার, ফরিদপুর-৩ আসনে গোলাম রব্বানী খাঁন, যশোর-৩ আসনে শেখ নুরুজ্জামান, ঢাকা-২০ আসনে মো. মিঠু মোল্লা, টাঙ্গাইল-৭ আসনে মো. বিল্লাল হোসেন, টাঙ্গাইল-৩ আসনে মো. জাকির হোসেন, ময়মনসিংহ-১০ আসনে মো. হাবিবুল্লাহ বেলালী, কুমিল্লা-৯ আসনে মো. হাছান মিয়া, রাজশাহী-৪ আসনে মো. সাইফুল ইসলাম রায়হান, ঢাকা-১৯ আসনে মো. সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে মো. সবুজ আলী, রাজশাহী-৫ আসনে মো. শরিফুল ইসলাম, লালমনিরহাট -৩ আসনে মো. শামীম চৌধুরী, রাজশাহী-১ আসনে মো. শামসুদ্দোহা, রাজশাহী -২ আসনে মো. কামরুল হাসান, সাতক্ষীরা-২ আসনে মো. কামরুল হাসান, বগুড়া-৩ আসনে মো. রফিকুল ইসলাম সরদার, বগুড়া-৭ আসনে মো. রনি, নেত্রকোণা-৪ আসনে মো. মজিবুর রহমান, সুনামগঞ্জ-১ আসনে মো. মাসুদুর রহমান দোলন, বরগুনা-১ আসনে মো. মাসুদ কামাল, পঞ্চগড়-২ আসনে মো. এস মাহমুদ হাসান, গাইবান্ধা-৩ আসনে মো. মনজুরুল হক, বাগেরহাট-১ আসনে মো. মঞ্জুর হোসেন শিকদার, হবিগঞ্জ-৩ আসনে মেজর (অব.) মো. বদরুল আলম সিদ্দিকী, নোয়াখালী-১ আসনে মো. আরিফুর রহমান, কুষ্টিয়া-১ আসনে মো. আলাউদ্দিন, টাঙ্গাইল-৪ আসনে মো. আবু তৌহিদ ভূঁইয়া, রাজশাহী-৬ আসনে মো. আব্দুস সামাদ, খুলনা-২ আসনে মো. আব্দুল্লাহ আল আমিন, সিরাজগঞ্জ-৫ আসনে মো. আব্দুল হাকিম।

এতে জানানো হয়,  সাতক্ষীরা-১ আসনে মো. আব্দুর রশিদ, টাঙ্গাইল-৫ আসনে মেজর (অব.) মো. তৌহিদুর রহমান চাকলাদার, সিরাজগঞ্জ-৩ আসনে মো. গোলাম মোস্তফা, বাগেরহাট-৪ আসনে মো. রেজাউল করিম রাজু, হবিগঞ্জ-৪ আসনে মো. মোখলেছুর রহমান, জামালপুর-৪ আসনে মোহা. মামুনুর রশিদ, সিরাজগঞ্জ-৬ আসনে মোহাম্মদ শামীম, কক্সবাজার-২ আসনে মোহাম্মদ শরীফ বাদশা, কুষ্টিয়া-৪ আসনে ড. শামসুল আলম, শেরপুর-১ আসনে এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মোহাম্মদ আব্দুল মতিন, গাজীপুর-১ আসনে মোহাম্মদ আর্শেদুজ্জামান আসাদ, মানিকগঞ্জ-১ আসনে মোনায়েম খান, কুষ্টিয়া-৩ আসনে মোস্তফা কামাল মারুফ, সিরাজগঞ্জ-২ আসনে মেজর (অব.) মুহা. হানিফ ও সুনামগঞ্জ-৪ আসনে দেওয়ান শামসুল আবেদীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসকে/ 


মনোনয়ন বিএনএম প্রার্থী আসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন