সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

সংগীত

‘পরিবার ও বন্ধুদের ভালোবাসাই সবচেয়ে বড় ওষুধ’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

সংগীতশিল্পী ম্যাডোনা - ছবি: সংগৃহীত

গত ২৮ জুন ম্যাডোনার অসুস্থতার খবর চমকে দিয়েছিল তাঁর লাখো ভক্ত-অনুসারীদের। জানা গিয়েছিল, ২৪ জুন গুরুতর জীবাণু সংক্রমণে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। বিভিন্ন গণমাধ্যম জানায়, ম্যাডোনার অবস্থা এতটাই গুরুতর ছিল যে তাঁর বাঁচার সম্ভাবনা ছিল খুবই কম। 

নিজের বাড়িতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। ইনজেকশন দেওয়ার পর তাঁর চেতনা ফিরে আসে! পরে বাড়ি ফিরলেও তাঁর শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা ছিল ভক্তদের। প্রায় এক মাস পর নিজের অবস্থা নিয়ে মুখ খুললেন সংগীতশিল্পী।

গত রোববার রাতে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নিজের অবস্থা নিয়ে বিস্তারিত জানিয়েছেন ম্যাডোনা।


ম্যাডোনা - ছবি: সংগৃহীত

দীর্ঘ এক পোস্টে ম্যাডোনা লিখেছেন, ‘পরিবার ও বন্ধুদের ভালোবাসাই সবচেয়ে বড় ওষুধ। হাসপাতাল থেকে বাড়ি ফেরার এক মাস পর সেটা আরও স্পষ্ট হয়েছে। একজন মা হিসেবে আপনি সন্তানদের চাহিদা মেটাবেন, কিন্তু যখন গুরুতর পরিস্থিতি তৈরি হয়, সন্তানেরা আমার পাশে ছিল। এই সময়ে তাদের মধ্যে অন্য একটি বিষয় লক্ষ করেছি, যা আগে কখনো দেখিনি। এটাই আসলে পার্থক্য গড়ে দিয়েছে।’

পোস্টে তাঁকে সমর্থনের জন্য বন্ধুদের বিশেষভাবে ধন্যবাদ জানান ম্যাডোনা। তাঁর দীর্ঘদিনের ম্যানেজার গাই ওজারিকে ধন্যবাদ জানিয়ে গায়িকা লিখেছেন, বেঁচে যাওয়ার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি। 

পোস্টের শেষে ম্যাডোনা লিখেছেন, ‘সর্বোপরি আমার পাশে যেসব দেবদূত ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাঁদের জন্যই আমার অসম্পন্ন কাজগুলো এবার করতে পারব।’

আরো পড়ুন:পরীমণির সঙ্গে যোগাযোগ করলেন রাজ

পোস্টের সঙ্গে কয়েকটি ছবি জুড়ে দিয়েছেন ম্যাডোনা। যার দুটিতে তাঁর সঙ্গে ছেলে ডেভিড ও মেয়ে লর্দেকে দেখা যাচ্ছে।

১৫ জুলাই কানাডা থেকে গ্রেটেস্ট হিটস ট্যুর শুরু করার কথা ছিল ম্যাডোনার। তবে তিনি অসুস্থ হওয়ার পরই বিশ্ব সফর স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।

এম/


পরিবার ভালোবাসা ম্যাডোনা ওষুধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250