ছবি-সংগৃহীত
‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ শনিবার (৯ই ডিসেম্বর) রাত ৯:০০টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হতে যাচ্ছে রবীন্দ্র সংগীতের আসর' বাংলার মাটি বাংলার জল' পর্ব।
আজ ১১৭০তম পর্বে রবীন্দ্র সংগীত আসরে নানা অঙ্গের রবীন্দ্র সংগীত নিয়ে অনবদ্য সংগীত সন্ধ্যা উপহার দিতে ‘সোনার তরী’র ফেসবুক পেজে সরাসরি উপস্থিত থাকবেন কানাডা থেকে অত্যন্ত গুণী ও বিশিষ্ট সংগীত শিল্পী ড. রীতা কর্মকার।
রীতা কানাডার ক্যালগারিতে অবস্থিত মাউন্ট রয়েল ইউনিভার্সিটিতে ক্লাসিকেল মিউজিক এর শিক্ষক। তিনি ক্যালগারির বাসিন্দা এবং এখানকার ভারতীয় সঙ্গীতচর্চার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। তিনি ২০০১ থেকে School of (East) Indian Languages & Performing Arts (SILPA) তে স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে এবং ২০০৭ থেকে পরিচালক পদে যুক্ত আছেন। এছাড়াও Shastri Indo-Canadian Institute, the Mahatma Gandhi Society of Calgary and Edmonton, and the Faculty of Art and Music at the University of Calgary সহ বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সাথে নিরলসভাবে কাজ করছেন।
আরো পড়ুন: ‘নজরুল ইসলামের সৃষ্ট সুর ও বাণীর বিভ্রান্তিতে পড়ছেন অনেকে’
গুণী এই শিল্পী আজ সোনার তরীর আসরে একগুচ্ছ রবীন্দ্র সংগীত গেয়ে শোনাবেন।
‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
এসি/ আই. কে. জে/