ছবি: সংগৃহীত
প্রথম সিনেমা দিয়েই ঢালিউডে নিজের আসন মজবুত করে নিয়েছিলেন শাকিল খান। তবে বেশিদিন চলচ্চিত্রে দেখা যায়নি এ নায়ককে। মুহূর্তে এসে সব জয় করে মুহূর্তেই সিনেমাকে জানিয়েছেন বিদায়। তাই অনেকের প্রশ্ন, কেন সিনেমা থেকে সরে দাঁড়ালেন শাকিল খান? এবার এ নায়ক জানালেন তার কারণ।
শাকিল খান বলেন, ‘কোনো অভিমান থেকে না। আমি যে পরিবেশে কাজ শুরু করেছিলাম, পরে সেই পরিবেশ একসময় ছিল না। একটা সময় আমাদের সিনেমার মান নিচে নামতে শুরু করল। সেই সঙ্গে অসুস্থ ধারার ছবি তৈরি শুরু হতে লাগল। তখন নিজেকে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না’
আরো পড়ুন: শাকিবের সঙ্গে দূরত্ব ছিল, বিরোধ ছিল না : অপু বিশ্বাস
তিনি আরও বলেন, ‘চাইনি সাংস্কৃতিক মানুষ হয়ে অসুস্থ ধারার ছবিতে নিজেকে জড়াতে। চাইনি রাস্তায় বের হলে মানুষ আমাকে দেখে ধিক্কার দিক। সেই সময়ে অনেক নিম্নমানের অশ্লীল ছবি ব্যাপক হারে হওয়া শুরু হয়। অসুস্থ ধারার ছবিতে জড়াতে চাইনি বলেই সরে এসেছি।’
চলচ্চিত্রে শাকিল খানের যাত্রা শুরু হয়েছিল ‘আমার ঘর আমার বেহেশত’ ছবিটির মাধ্যমে। পরে ‘পাহারাদার’, ‘বিয়ের ফুল’, ‘নারীর মন’, ‘কষ্ট’ নামের আরও কিছু জনপ্রিয় ছবিতে দেখা যায় তাকে।
এসি/ আইকেজে