বৃহঃস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইতে শেয়ার বিক্রি বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

শেয়ারবাজারে আবারও ছন্দপতন হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৮ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৩ পয়েন্ট। সূচক কমার পাশাপাশি লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দামও কমেছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) শেয়ারবাজার বিশ্লেষণের চিত্র এটি। এর আগে সর্বশেষ ২৩ আগস্ট দরপতন হয়েছিল। 

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ প্রথম দুই ঘণ্টা সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন হলেও শেষ আড়াই ঘণ্টায় সূচকের পতন হয়েছে। শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপ বেশি থাকায় শেষ আড়াই ঘণ্টায় বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ কারণে বাজারে ছন্দপতন হয়েছে।

এ ছন্দপতনকে বাজার সংশ্লিষ্টরা বলছেন, মূল্য সংশোধন। তারা বলছেন, উত্থান পতন এটি পুঁজিবাজারে স্বাভাবিক আচরণ। এতে বিনিয়োগকারীদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই।

এদিকে মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১০টি কোম্পানির মধ্যে ১২৭টির শেয়ারের দাম কমেছে। তার বিপরীতে বেড়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৬০ কোম্পানির শেয়ার।

এম.এস.এইচ/

শেয়ারবাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন