বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

‘মশা’ উৎপাদন করছে বিল গেটস!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

অবশেষে বড় বড় 'মশা' তৈরি করতে শুরু করল বিল গেটসের অধীনে থাকা গবেষণাগার অক্সিটেক। কী কাজে লাগবে এই মশাগুলি? জানলে রীতিমতো চমকে যেতে পারেন। 

গাড়ি, বাড়ি বা কোনও যন্ত্রপাতি নয়, বড় বড় মশা তৈরি করতে ব্যস্ত বিল গেটসের গবেষণাধর্মী সংস্থা অক্সিটেক। তবে এই ‘সুপার মসকিউটো’ আদতে ভালো মশা। অর্থাৎ রোগ ছড়ায় না এগুলি। বরং রোগ প্রতিরোধে ব্যবহৃত হবে এই মশা। 

তাহলে ঠিক কী কাজে লাগবে এই মশাগুলি। অক্সিটেক জানিয়েছে, প্রতি বছর ছয় লাখেরও বেশি মানুষ মশাবাহিত রোগে মারা যায়। সেই রোগগুলির মধ্যে রয়েছে ডেঙ্গি, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর রোগগুলি।

অক্সিটেকের কথায়, এই রোগগুলি নির্মূল করার উদ্দেশ্যেই কাজ করবে মশাগুলি। কীভাবে? সে কথাও জানিয়েছে ব্রিটেনের গবেষণাধর্মী সংস্থা। ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি মশাগুলির মধ্যে রয়েছে একটি বিশেষ ধরনের জিন। সেই জিন প্রজনন আটকে দিতে পারে অন্য মশাদের। 

এসকে/  

ইলন মাস্ক ‘সুপার মসকিউটো’

খবরটি শেয়ার করুন