বৃহঃস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বালিশের কভার বদলালেই বন্ধ হবে চুল পড়া?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চুল পড়ার সমস্যায় ভুগেন না এমন মানুষ নেই বললেই চলে। কিন্তু পড়ে যাওয়া চুলের জায়গায় যদি নতুন চুল না গজায় তাহলেই তা চিন্তার কারণ হয়ে উঠতে পারে।

আজকাল চুলের জন্য স্যাটিন পিলোকেস বা বালিশের কভার ব্যবহারের কথা বলছেন অনেকে। ফেসবুকেও নজর কেড়ে নিচ্ছে নানান চটকদার বিজ্ঞাপন। কিন্তু আসলেই কি বালিশের কভার চুলের ক্ষেত্রে কোনো প্রভাব রাখতে পারে!

বালিশ নিয়ে মানুষের আলাদা পছন্দ রয়েছে। কেউ নরম শিমুল তুলার বালিশ পছন্দ করেন, আবার কারো পছন্দ শক্ত বালিশে ঘুম। যেমনই হোক, আমাদের দেশে বালিশের কভার হিসেবে সুতি কাপড়ই ব্যবহার করা হয়।  

তবে বিশেষজ্ঞদের মতে, সুতির বালিশের কভার ব্যবহারে চুলের গোড়ায় সূক্ষ ছিদ্র হতে পারে। এই কাপড় চুলের আর্দ্রতাও কমিয়ে দেয়। ফলে চুল শুষ্ক আর খসখসে হয়ে যায়। চুল পড়ার হার বাড়ে।  এখন তাই সিল্ক বা স্যাটিনের তৈরি কভার ব্যবহারের কথা বলা হচ্ছে।

সিল্ক খুব দামি তন্তু, তবে স্যাটিন কিন্তু কোনো তন্তু নয়। এটি হলো এক ধরণের উইভ বা বুনন। সিল্ক, রেয়ন, পলিয়েস্টার এবং অন্যান্য মিশ্রণ থেকে স্যাটিন বোনা হয়।

আরো পড়ুন : কতক্ষণ পর পর খাবার খেলে শরীরে মেদ জমবে না

জেনে নেওয়া যাক, চুলের জন্য স্যাটিনের তৈরি বালিশের কভার ব্যবহারের বিভিন্ন উপকারের কথা।

রুক্ষ ভাব দূর করে

মসৃণ ফ্যাব্রিক হওয়ায় স্যাটিন সুতির মতো চুলের কিউটিকলকে রুক্ষ করে ফেলে না। চুলে তখন ‘ফ্রিজি' ভাবটা থাকে না, ফলে চুল ভেঙে যাওয়ার প্রবণতা হ্রাস পায়। কোঁকড়ানো চুলের জন্য দারুণ উপকারি এই ফ্যাব্রিক।

জটমুক্ত রাখে

ঘুমের সময় আমরা সবাই কমবেশি নড়াচড়া করে থাকি। ঘুম থেকে ওঠার পর তাই দেখা যায়, চুল উষ্কখুষ্ক হয়ে আছে। কিন্তু স্যাটিন ফ্যাব্রিক চুলের সঙ্গে কাপড়ের ঘর্ষণ কমায়। ফলে চুল ফাটা, ক্ষয় ও জট বাঁধার ঝুঁকি হ্রাস পায়।

আর্দ্রতা বজায় রাখে

সুতি কাপড়ের তুলনায় স্যাটিনের আর্দ্রতা শোষণের ক্ষমতা কম। ফলে এ ধরণের ফ্যাব্রিকের ওপর ঘুমালে চুল হাইড্রেটেড থাকে এবং চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় থাকে। শোষণক্ষমতা কম হওয়ায় বালিশের ভাঁজে ভাঁজে ছত্রাক, ব্যাকটেরিয়া প্রভৃতি বাসা বাঁধতে পারে না। ফলে ত্বক ও চুলের গোড়া ভালো থাকে। চুল পড়ার হার কমে আসে।

সূত্র: হেলথলাইন

এস/ আই.কে.জে

বালিশের কভার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন