বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ’ *** বিএনপির জোট থেকে নির্বাচন করতে চান মান্না *** ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার কথা বলা বন্ধের আহ্বান *** ‘আল্লাহ নিজেই দাঁড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করতে উঠে-পড়ে লেগেছে’ *** আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা *** প্রতি ৩ জনে দুজন মুক্তিযোদ্ধাই ভুয়া: নঈম জাহাঙ্গীর *** সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক *** কৃষকের ধান কেটে ভাইরাল জামায়াতের এক প্রার্থী *** যমুনার সামনে অনির্দিষ্টকাল অবস্থানের ঘোষণা জামায়াতসহ ৮ দলের *** জোহরান মামদানির নির্বাচনী প্রচার দলের নেপথ্যে থাকা কে এই বাংলাদেশি বংশোদ্ভূত জারা

মৃত্যুর গুজবের পরদিন হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মৃত্যুর গুজবের পরদিন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজ সকাল বুধবার সাড়ে সাতটায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি বাড়ি ফেরন। এখন বাড়িতেই চলবে ৮৯ বছর বয়সী এই অভিনেতার চিকিৎসা। সূত্র: এনডিটিভি। 

আইএএনএস–এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে হাসপাতালের চিকিৎসক ড. রাজীব শর্মা জানান, ধর্মেন্দ্রজি চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

তিনি বলেন, ‘ধর্মেন্দ্রজি সন্তুষ্ট মনে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তার পরিবার তাকে বাড়ি নিয়ে গেছেন। তার বাড়িতে চিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে।এখন থেকে সেখানেই তার চিকিৎসা চলবে।’

হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরপরই সানি দেওলের পিআর টিম এক বিবৃতিতে জানায়, মি. ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গণমাধ্যম ও সাধারণ মানুষকে অনুরোধ করছি, দয়া করে তার ও তার পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং কোনো ধরনের অনুমানমূলক সংবাদ প্রচার থেকে বিরত থাকুন।

হাসপাতাল থেকে ছাড়ার পর ধর্মেন্দ্রর জুহুর বাসভবনে তাকে দেখতে যান তার চাচাতো ভাই ও চলচ্চিত্র নির্মাতা গুদ্দু ধানোয়া। বাড়ির বাইরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘উনি ভালো আছেন। এর বেশি কিছু বলতে পারব না, কারণ বিস্তারিত জানি না।’

কয়েক দিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় তার পাশে ছিলেন পরিবারের সদস্য হেমা মালিনী, সানি দেওল ও ববি দেওলরা।

এছাড়া বলিউডের একাধিক তারকা-সালমান খান, শাহরুখ খান ও গোবিন্দ-হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। আমির খানও তার বান্ধবী গৌরী স্প্র্যাটকে সঙ্গে নিয়ে গিয়ে ধর্মেন্দ্রর সঙ্গে দেখা করেন। 

জে.এস/

অভিনেতা ধর্মেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250