বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভারত থেকে আলু আমদানির অনুমতি দিলো সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩৪ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন ৪৯ আমদানিকারক।

বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করছেন।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, বাজার নিয়ন্ত্রণে বুধবার (৩১শে জানুয়ারি) আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। ওই দিন থেকেই অনুমতির আবেদন গ্রহণ করা হয়। গতকাল বিকেল থেকে আমদানি অনুমতি পত্র (আইপি) দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত হিলির ৪৯ আমদানিকারক ৩৪ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। ইতোমধ্যেই আমাদের সার্ভারে আইপি আপলোড দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। আলু এলে দ্রুত খালাস করে দেওয়া হবে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহিনুর রেজা শাহিন বলেন, হঠাৎ করে আবার আলুর দাম বৃদ্ধি কারণে বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামী ৩রা ফেব্রুয়ারি শনিবার ভারত থেকে আলু আমদানি হতে পারে। ফলে বাজারে দাম অনেকটাই কমে যাবে।

দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩৪ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন ৪৯ আমদানিকারক।

বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করছেন।

আরও পড়ুন:  কমেছে আলু-রসুনের দাম

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, বাজার নিয়ন্ত্রণে বুধবার (৩১শে জানুয়ারি) আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। ওই দিন থেকেই অনুমতির আবেদন গ্রহণ করা হয়। গতকাল বিকেল থেকে আমদানি অনুমতি পত্র (আইপি) দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত হিলির ৪৯ আমদানিকারক ৩৪ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। ইতিমধ্যেই আমাদের সার্ভারে আইপি আপলোড দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। আলু এলে দ্রুত খালাস করে দেওয়া হবে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহিনুর রেজা শাহিন বলেন, হঠাৎ করে আবার আলুর দাম বৃদ্ধি কারণে বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামী ৩রা ফেব্রুয়ারি শনিবার ভারত থেকে আলু আমদানি হতে পারে। ফলে বাজারে দাম অনেকটাই কমে যাবে।

এসকে/ 

ভারত আলু আমদানি

খবরটি শেয়ার করুন